নতুন স্কুলে নতুনভাবে শুরু করতে চলেছে জিডি বিড়লা স্কুলের সেই খুদে পড়ুয়া
এখনও রাতে আঁতকে ওঠে চার বছরের একরত্তি শিশু। এক মাসের ওপর হয়ে গেল স্কুলের মুখ দেখেনি সে। বাড়িতে থেকে আরও বেশি কুঁকড়ে যাচ্ছে কচি মনটা। জিডি বিড়লা কাণ্ডের পর কেটে গেছে একমাস। শিশুর অভিভাবকরা এখন মনে করছেন পুরনো স্কুল আর নয়। নতুন ভাবে নতুন স্কুলেই জীবন শুরু করুক তাদের সন্তান।
![নতুন স্কুলে নতুনভাবে শুরু করতে চলেছে জিডি বিড়লা স্কুলের সেই খুদে পড়ুয়া নতুন স্কুলে নতুনভাবে শুরু করতে চলেছে জিডি বিড়লা স্কুলের সেই খুদে পড়ুয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/03/104191-gd1.jpg)
নিজস্ব প্রতিবেদন: পুরনো স্মৃতি, দুঃস্বপ্নের অতীত মুছে ফেলতে চাইছে পরিবার। অতীতকে দুঃসহ অভিজ্ঞতাকে মুছে ফেলে সন্তান যাতে নতুন ভাবে সব শুরু করতে পারে, তারই প্রস্তুতি নিচ্ছেন জিডি বিড়লাকাণ্ডের নির্যাতিতা শিশুর অভিভাবক। এক রত্তি মেয়েটিকে অন্য স্কুলে ভর্তি করতে চলেছেন তাঁরা। চলছে তারই প্রস্তুতি।
আরও পড়ুন: তারের জালে মুখ ঢেকেছে তিলোত্তমা, কিন্তু ‘অন্য শহর’ রাজারহাট-নিউটাউন
এখনও রাতে আঁতকে ওঠে চার বছরের একরত্তি শিশু। এক মাসের ওপর হয়ে গেল স্কুলের মুখ দেখেনি সে। বাড়িতে থেকে আরও বেশি কুঁকড়ে যাচ্ছে কচি মনটা। জিডি বিড়লা কাণ্ডের পর কেটে গেছে একমাস। শিশুর অভিভাবকরা এখন মনে করছেন পুরনো স্কুল আর নয়। নতুন ভাবে নতুন স্কুলেই জীবন শুরু করুক তাদের সন্তান। শুরু হয়ে গেছে তার প্রস্তুতিও। এফিডেফিট নাম বদলের পরিক্লপনা নিয়েছেন তারা। চলছে একটি মন্টেসরি স্কুলে ভর্তির প্রস্তুতি।
আরও পড়ুন: চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক
অন্যদিকে, জিডি বিড়লাকাণ্ডের পর বেসরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পিটি ক্লাসে পুরুষ শিক্ষক থাকলে, সঙ্গে চাই মহিলা আয়া। বাসেও থাকতে হবে মহিলা কর্মী। জিডি বিড়লাকাণ্ডের পর বেসরকারি স্কুলগুলিকে নির্দেশিকা সরকারের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ, স্কুলগুলিতে থাকতেই হবে সিসিটিভি।