নিজস্ব প্রতিবেদন: নজর রাজ্যের আইনশৃঙ্খলায়। সোমবার রাজ্যের সব জেলার পুলিস আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। বৈঠকে থাকবেন সব জেলার পুলিস সুপাররা। এছাড়া থাকবেন আইজি ডিআইজি পদমর্যাদার অফিসাররাও ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নবান্নে ১৪তলায় কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিসের ডিজি উপস্থিত থাকবেন। প্রত্যেকটা জেলায় উপস্থিত থাকবেন পুলিস সুপার ও অন্যান্য অফিসাররা। জেলাগুলোতে মনিটরিং সিস্টেম ঠিকমত চলছে কিনা, এলাকায় বাইরে থেকে কোন দুস্কৃতী আসছে কিনা, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত পেরিয়ে অপরাধীদের অনুপ্রবেশ, কিংবা পাড়ায় পাড়ায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে কিনা এসব ব্যাপারে নজরদারি করতে পুলিসকে। এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


সেই কাজ কতদূর এগোল সে ব্যাপারে রিপোর্ট নেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। প্রত্যেক জেলায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কোথাও সাম্প্রদায়িক ভেদাভেদ, কোথাও চোরাকারবারিদের দাপট, কোথাও বা কয়লার কারবারিদের দাপট। জঙ্গলমহলে মাওবাদ দের আনাগোনায় নিরাপত্তায় বাড়তি নজর রাখতে হয়। প্রতিটি ক্ষেত্রেই আলাদা করে রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী।



আরও পড়ুন- ফেলা দেওয়া শাড়ি, বেডকভার দিয়ে ক্যারি ব্যাগ, অভিনব উদ্যোগ আলিপুর শান্তি সংঘের


কয়েক মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় পৌরসভা নির্বাচন। তার আগে আইনশৃঙ্খলা নিয়ে কোনো ফাঁক চান না মুখ্যমন্ত্রী। সেই কারণে এসব জেলাকে নিয়ে বৈঠক করবেন তিনি। কিছুদিন আগেই নবান্ন সভাঘরে রাজ্যের সব আইএএস অফিসারদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবার আইপিএস অফিসারদের নিয়ে বৈঠক।