ফেলা দেওয়া শাড়ি, বেডকভার দিয়ে ক্যারি ব্যাগ, অভিনব উদ্যোগ আলিপুর শান্তি সংঘের
আসলে মানুষের অভ্যাসটাই বদলে গেছে। তাই দোকানে কোনও জিনিস কিনলেই প্লাস্টিক ক্যারিব্যাগের কথা মাথায় আসে। আর এখানেও সেই ডিমান্ড এ্যান্ড সাপ্লাইয়ের গল্প। ক্যারিব্যাগ রুখতে বাজারে জুটের ব্যাগ রয়েছে
নিজস্ব প্রতিবেদন: ফেলে দেওয়া শাড়ি, বেডকভার দিয়ে তৈরি হচ্ছে সুন্দর সুন্দর ক্যারি ব্যাগ। প্লাস্টিক ক্যারি ব্যাগ রুখতে জুটের ব্যাগ তৈরি হচ্ছে বটে কিন্তু তেমন বাজার নেই। কারণ দর বেশি। এবার সেই দরের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ফেলে দেওয়া শাড়ি, কাপড় দিয়ে ব্যাগ।
বারবার বলা হচ্ছে আর প্লাস্টিক ব্যাগ নয়। কিন্তু সাফল্যের খতিয়ান যে খুব ভাল তা কিন্তু নয়। তবে ক্যারি ব্যাগের দাপট রুখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন পুরসভা । এই অবস্থায় অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে আলিপুর শান্তি সংঘ।
আরও পড়ুন- দমদম বিমানবন্দর চত্বরে অবাধ আনাগোনা রিকশার, নাজেহাল যাত্রীরা
আসলে মানুষের অভ্যাসটাই বদলে গেছে। তাই দোকানে কোনও জিনিস কিনলেই প্লাস্টিক ক্যারিব্যাগের কথা মাথায় আসে। আর এখানেও সেই ডিমান্ড এ্যান্ড সাপ্লাইয়ের গল্প। ক্যারিব্যাগ রুখতে বাজারে জুটের ব্যাগ রয়েছে। কিন্তু তার দাম কিছুটা বেশি। স্বাভাবিক ভাবেই ফের সেই লুকিয়ে হলেও চলছে প্ল্যাস্টিকের ক্যারি ব্যাগ। কলকাতার মেয়র এটা মাথায় রেখেই কম দামে ক্যারি ব্যগের কথা বলেছেন। আর সেই ক্যারি ব্যাগ তৈরি হচ্ছে বাড়ির ফেলে দেওয়া শাড়ি, বেডকভার দিয়ে। আলিপুর শান্তি সংঘের ব্যবস্থাপনায় শক্তি প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করছেন বেশ সুন্দর ডিজাইনের কাপড়ের ক্যারি ব্যাগ। দেখতে সুন্দর দামেও সস্তা।