CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বিঘ্নিত! কার্যত মুখ্যসচিবের ক্ষোভের মুখে ডিজি সিকিউরিটি
সাধারণত, নবান্নের ভিতরে নিরাপত্তার দায়িত্বে থাকে কলকাতা পুলিস এবং বাইরে হাওড়া পুলিস। তাঁদের অ্যালার্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জেলা সফরের নিরাপত্তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে নবান্ন।
সুতপা সেন: শনিবার রাতে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়ির চত্বরে ঢুকে পড়ে এক যুবক। এই ঘটনায় মুখ্যসচিবের ক্ষোভের মুখে পড়লেন ডিজি সিকিউরিটি। তদন্তের নির্দেশ দিলেন মুখ্যসচিব। যাঁদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটল, তাঁদের শাস্তি দেওয়া হতে পারে।
মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় এত বড় ফাঁক থাকল কীভাবে? জানতে চেয়ে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব। ডিজি সিকিউরিটি এবং কলকাতার পুলিস কমিশনারের সঙ্গে বৈঠক করেন তাঁরা। নিরাপত্তা বিঘ্ন হওয়ার কারণ জানতে চান মুখ্যসচিব। ডিজি সিকিউরিটিকে পর্যালোচনার নির্দেশ দেন তিনি।
সূত্রের খবর, এ দিনের বৈঠকে কার্যত মুখ্যসচিবের ক্ষোভের মুখে পড়েন ডিজি সিকিউরিটি। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার ক্ষেত্রে শিথিলতা কার্যত শাস্তিযোগ্য অপরাধ, সেজন্য সোমবারের মধ্য়ে তদন্ত রিপোর্ট নবান্নে দিতে নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে দোষীদের শাস্তির নির্দেশও দেওয়া হয়েছে। কয়েকজন নিরাপত্তা কর্মীকে সরিয়ে দেওয়া হতে পারে।
সাধারণত, নবান্নের ভিতরে নিরাপত্তার দায়িত্বে থাকে কলকাতা পুলিস এবং বাইরে হাওড়া পুলিস। তাঁদের অ্যালার্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জেলা সফরের নিরাপত্তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে নবান্ন।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়ির নিরাপত্তার পাশাপাশি, নবান্নেরও নিরাপত্তা বাড়ানো হচ্ছে। সোমবার নবান্নের বিভিন্ন গেট পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। নবান্নের গেট দিয়ে কারা ঢুকছে, কারা বের হচ্ছে, তা খতিয়ে দেখা হয়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের টিমে কোনও পরিবর্তনের প্রয়োজন রয়েছে কি না, তাও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।