নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার কলকাতায় আনা হল ধৃত চিনা নাগরিক হান জানুইকে। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে রাধিকাপুর এক্সপ্রেসের B12 কামরায় কলকাতা স্টেশনে নিয়ে আসা হয় তাঁকে। আজ ভোর ৫.৩০-এ কলকাতায় আনা হান জানুইকে। শুক্রবার লখনউ আদালতে তোলা হবে তাকে। ইতিমধ্যেই বুধবার হানকে নিজেদের হেফাজতে নিয়েছে উত্তরপ্রদেশের STF। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যা জানা যাচ্ছে, হানকে জেরা করে নতুন তথ্য বের করার চেষ্টা করা হবে। পরবর্তীতে তদন্তের গতি প্রকৃতি ঠিক করবে পুলিস। প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তে পাকড়াও করা হয় চিনের এই নাগরিককে। পরে ৩৫ বছরের ওই যুবককে গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনী(BSF)। সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেয়ে মালদার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে ধরা হয়। 


পরবর্তীতে জানা যায় মালদহের কালিয়াচকে ধৃত চিনা নাগরিক সম্ভবত চিনা চর। হান জানুই নামে ওই চিনা নাগরিককে জেরা করেছে এনআইএও। প্রথামিক জেরার পর শুক্রবার জানুইকে মালদহে স্থানীয় থানার হাতে তুলে দেয় বিএসএফ।


আরও পড়ুন, কখনও আইসি কখনও সিআইডি অফিসার! এবার বারাকপুরে প্রতারণায় অভিযুক্ত ৩


ধৃত চিনা নাগরিককে জেরা করে ইতিমধ্যেই একটি রিপোর্ট পেশ করেছে বিএসএফ(BSF)। রিপোর্টে হান জানুই কে 'ওয়ান্টেড ক্রিমিনাল' বলে উল্লেখ করা হয়েছে। ধৃতের কাছ থেকে মিলেছে চিন, বাংলাদেশ ও ভারতের একাধিক সিম কার্ড,মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রা ও ভারতের টাকা। বাজেয়াপ্ত হয়েছে তার মোবাইল, ল্যাপটপ ও পাসপোর্ট। 


জানা গিয়েছে, ২ জুন বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন চিনের হুবাই প্রদেশের বাসিন্দা হান জানুই। এরপর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ ও বিএসএফের হাতে ধরা পড়ে যায় জানুই। পরে হানের এক ব্যবসায়ীক সহযোগী সান সিয়াংকে গ্রেফতার করেছে লখনউ এটিএস।