কখনও আইসি কখনও সিআইডি অফিসার! এবার বারাকপুরে প্রতারণায় অভিযুক্ত ৩

একাধিক বার নিউ বারাকপুর থানার দ্বারস্থ হলেও পুলিসের তরফে কোনও সহযোগিতা পাননি বলে অভিযোগ অর্কপ্রভর। 

Updated By: Jul 1, 2021, 12:12 AM IST
কখনও আইসি কখনও সিআইডি অফিসার! এবার বারাকপুরে প্রতারণায় অভিযুক্ত ৩

নিজস্ব প্রতিবেদন: ভুয়ো আইএএস দেবাঞ্জনের পর এবার পুলিসের উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল নিউ বারাকপুরে। কখনও সিআইডি অফিসার কখনও থানার আইসি বা বারাকপুর কমিশনারেট উচ্চপদস্থ আধিকারিকের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে সরকারি দরপত্র পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ৩ জনের বিরুদ্ধে। ঘটনায় পুলিসের সহযোগিতা না পেয়ে বারাকপুর আদালতের দ্বারস্থ মধ্যমগ্রাম বাসিন্দা প্রতারিত অর্কপ্রভ মজুমদার। 

অর্কপ্রভ জানিয়েছেন,কয়েক বছর আগে রিচার্ড গ্যাসপার নামক এক ব্যক্তির সাথে তাঁর পরিচয় হয়। তিনি নিজেকে বারাকপুর পুলিস কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকের ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। তাঁকে রাস্তায় আলো লাগানোর সরকারি দরপত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে খেপে খেপে প্রায় ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেন। কাজ না হওয়ায় পরে টাকা ফেরত চাইলে অভিযুক্ত রিচার্ড গ্যাসপার এবং তাঁর দুই সঙ্গী শুভ্রনীল দত্ত ও উমেশ ঝা প্রাণ নাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন অর্কপ্রভ। তিনি বলেন,'বাড়িতে কয়েক জন দুষ্কৃতী পাঠিয়ে অপহরণ করার হুমকি দিয়েছে তারা। আরও দেড় কোটি টাকা দাবি করেছে। একটি সাদা কাগজে জোরপূর্বক হস্তাক্ষর করে নেয় ওরা।'

একাধিক বার নিউ বারাকপুর থানার দ্বারস্থ হলেও পুলিসের তরফে কোনও সহযোগিতা পাননি বলে অভিযোগ অর্কপ্রভর। উপরন্তু থানা দুর্ব্যবহার করেছে বলে তাঁর দাবি। এরপর আইনজীবীর সহযোগিতায় বারাকপুর পুলিশ কমিশনারেটে দু'বার চিঠি পাঠানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার বারাকপুর মহকুমা আদালতে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।  আইনজীবী অরিজিৎ রায় বলেন,'যেভাবে উচ্চপদস্থ আধিকারিকদের পরিচয় নিয়ে প্রতারণা চলছে, এই ঘটনা দেবাঞ্জনকাণ্ডের পর আর এক উৎকৃষ্ট উদাহরণ। পুলিসের সঙ্গে দুর্বৃত্তদের অসাধু যোগ থাকতে পারে।'

আরও পড়ুুন- কিমাশ্চর্যম! নন্দীগ্রামের একটি বুথে ভোটার ৬৭৬, ভোট পড়ল ৭৯৯, নথি Zee ২৪ ঘণ্টার হাতে

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.