নিজস্ব প্রতিবেদন: সকালে বাড়ানো হয়েছিল বিধিনিষেধ (West Bengal Restrictions)। জীবন-জীবিকার স্বার্থে তা ইতিমধ্যেই অনেকটা শিথিল করেছে রাজ্য সরকার। সন্ধেয় বিজ্ঞপ্তি জারি করে কোভিড-শর্ত মেনে সিনেমাহল (Cinema Halls) খোলার কথা জানাল নবান্ন (Nabanna)। ৫০ শতাংশ দর্শক নিয়ে চালাতে সিনেমাহলগুলিকে। মানতে হবে কোভিড সংক্রান্ত বিধি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিধিনিষেধের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহলগুলি (Cinema Halls)। এদিকে বিধিনিষেধ ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হলেও ধাপে ধাপে বেশ কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই শিথিল করা হয়েছে। তাতে এবার যুক্ত হল সিনেমাহলগুলিও। তবে শর্ত, নির্ধারিত আসনের ৫০ শতাংশেই বসতে পারবেন দর্শক।         


 


বৃহস্পতিবার রাজ্যে বেড়েছে বিধিনিষেধের সময়সীমা (West Bengal Restrictions)। তা বাড়ানো হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকছে নৈশ কার্ফু। কেবল জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। লোকাল ট্রেন নিয়ে ওই নির্দেশিকায় কোনও উল্লেখ নেই। অতএব লোকাল ট্রেন চলাচলের উপরে নিষেধাজ্ঞা বলবৎ থাকছে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন- মমতার জমানায় প্রথমবার HIDCO-র চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী, নতুন দায়িত্বে Firhad


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)