KMC Election: `ওমিক্রন মারাত্বক কিছু নয়`; রাজ্যবাসীকে সতর্কতা থাকার পরামর্শ Mamata-র
গোয়া থেকে ফিরেই কলকাতায় পুরভোটের প্রচারে তৃণমূলনেত্রী।
নিজস্ব প্রতিবেদন: বাংলাতেও ওমিক্রন(Omicron)! মুর্শিদাবাদের ৭ বছরের বালকের শরীরের ধরা পড়ল করোনার নয়া স্ট্রেন। পুরভোটের প্রচারে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বললেন, 'ওমিক্রন মারাত্বক কিছু নয়। সবাইকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় ডোজ নেওয়া না থাকলে এখনই নিন। সুরক্ষিত থাকতে মাস্ক পরুন'।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ৩ দিনের সফরে গোয়ায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও দলের গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা-নেত্রী। কলকাতায় ফিরেই পুরভোটের প্রচারে নেমে পড়লেন তিনি। উত্তর কলকাতার প্রার্থীদের সমর্থনে জনসভা করলেন ফুলবাগানে। এদিন মমতা বলেন, 'বিধানসভা ভোটে বিজেপি এমন ডাক বাজিয়েছিল। মানুষ চিন্তিত হয়ে পড়েছিলেন গণতান্ত্রিক অধিকার নিয়ে। বাংলা যা করে, দুনিয়া কাল তা করে। বাংলার মানুষ বিজেপিকে জবাব দিয়েছে। বাংলার মানুষের কৃতিত্ব। বাংলার মানুষ আমাদের গর্ব করতে শিখিয়েছেন। বাংলার মানুষের এই গর্বের কথা দেশজুড়ে জড়িয়ে দিতে চাই'।
আরও পড়ুন: ৭৩ নম্বর ওয়ার্ডে কেন রতন মালাকারকে টিকিট দেননি? যা বললেন Mamata
কলকাতা পুরসভা এখন তৃণমূলের দখলে। কেমন উন্নয়ন হয়েছে শহরে? মমতা বলেন, 'কলকাতার মতো সাজানো শহর পাবেন না। কলকাতা স্বপ্ন দেখায়, স্বপ্ন ফেরি করে। আমাদের কোনও কাজ পড়ে থাকে না'। তাঁর কথায়, 'শহরে জল সরবরাহ, রাস্তার অনেক উন্নতি হয়েছে। অনেক উড়ালপুল তৈরি হয়েছে, হচ্ছেও। কলকাতাকে সাজিয়ে তোলা হয়েছে। উৎসবের সময়ে আলোকমালা দিয়ে সাজানো হয়। আমরা সব উৎসব পালন করি'। সঙ্গে যোগ করেন. 'এমপি, এমএলএ-রা সবকাজ করতে পারেন না। সেই কাজ করেন কাউন্সিলররা'।
পুরভোটে দক্ষিণ কলকাতা প্রার্থীদের সমর্থনে আরও দুটি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামিকাল, বৃহস্পতিবার যাদবপুর ও টালিগঞ্জ এলাকার তৃণমূল প্রার্থীদের সমর্থনে বাঘাযতীন যুব সংঘের মাঠে জনসভা করবেন তিনি। সেদিন বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম বিধানসভা এলাকার প্রার্থীদের সমর্থনে জনসভা হবে বেহালা-চৌরাস্তায়।