Kolkata International Book Fair 2024 | Mamata Banerjee: শুরু কলকাতা বইমেলা, উদ্বোধনে নিজের লেখা কবিতা শোনালেন মুখ্যমন্ত্রী...
কলকাতা বইমেলার উদ্বোধনে মুখ্য়মন্ত্রী। বললেন, `আমার ক`টা বই হয়েছে আমি জানি না। ১৪৩ টা বই হয়েছে। পরের বছর আরও ৭টা লিখে দেব, ১৫০টা হয়ে যাবে`। উদ্বোধনী অনুষ্ঠান শোনালেন বইমেলা নিয়ে নিজের লেখা কবিতাও।
সুতপা সেন: কলকাতা বইমেলার উদ্বোধনে মুখ্য়মন্ত্রী। বললেন, 'আমার ক'টা বই হয়েছে আমি জানি না। ১৪৩ টা বই হয়েছে। পরের বছর আরও ৭টা লিখে দেব, ১৫০টা হয়ে যাবে'। উদ্বোধনী অনুষ্ঠান শোনালেন বইমেলা নিয়ে নিজের লেখা কবিতাও।
আরও পড়ুন: Madan Mitra: কোমরের হাড়ে চিড় মদন মিত্রের!
শুরু হয়ে গেল ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিবারের মতো এবারও মেলার উদ্বোধন করলেন মু্খ্যমন্ত্রী। কবে? আজ, বৃহস্পতিবার। এবছর ১৩ দিন ধরে চলবে বইমেলা। ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'এবার থিম কান্ট্রি ইউকে। আমাদের এখানকার অনেক ছাত্র ছাত্রী ইউকেতে পড়াশোনা করে। এ রাজ্যের অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ান। ব্রিটেনের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক। ১৭৫৭ থেকে সম্পর্ক শুরু। তার পর তারা আমাদের দেশ শাসন করেছেন। তাদের অনেক কন্ট্রিবিউশন আছে। লন্ডন আমাদেরও শহর। লন্ডনের সব রাস্তাঘাট আমার চেনা। যখন গিয়েছি, হাঁটতে হাঁটতে ঘুরেছি'।
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'এটাই বইমেলার স্থায়ী প্রাঙ্গণ। ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি-সহ বহু দেশ থেকে প্রতিনিধিরা এসেছেন। এই বইমেলা একদিন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বইমেলা'। সঙ্গে নবীণ প্রজন্মকে পরামর্শ, 'একটু বই পড়'।
আরও পড়ুন: Behala: সাড়ে ৩ বছরের আলাপ! হাঠৎ লিভ ইন পার্টনারকে দেখে এই অবস্থায়....
এদিকে বইমেলার জন্য কলকাতা ও শহরতলীর বিভিন্ন প্রান্তে বিশেষ বাস পরিষেবা চালু করেছেন পরিবহণ দফতর। যতদিন মেলা চলবে, রোজ বিকেল ৩ টে থেকে রাত্রি ৯ টা পর্যন্ত মিলবে এই পরিষেবা। সল্টলেক করুণাময়ী ও ময়ুখ ভবন লাগোয়া বাসস্ট্যান্ড থেকে ২০০টি করে অতিরিক্ত বাস চলবে। রবিবার থেকে চলবে অতিরিক্ত মেট্রোও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)