জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আজ একটা ঐতিহাসিক দিন'। নিউটাউনে ইনফোসিসের নতুন ক্যাম্পাসে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমাদের ইচ্ছা ছিল, ইনফোসিস আসুক। আমাদের স্বপ্ন পূরণ করলেন'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Purulia: এগিয়ে বাংলা! ৯৫ বছরের ক্যানসার রোগীর জটিল অপারেশন সফল 'প্রত্যন্ত' পুরুলিয়ায়...


বছর শেষে বিনিয়োগ। রাজ্যে নতুন চাকরির সুযোগ! নিউটাউনের হাতিশালায় প্রায় ১৭ একর জমিতে এবার নতুন ক্যাম্পাস তৈরি করল ইনফোসিস। পোশাকি নাম, 'ইনফোসিস ডেভালপমেন্ট সেন্টার'। মুখ্যমন্ত্রী বলেন, 'আজ একটা ঐতিহাসিক দিন। শুধু ইনফোসিসের জন্য নয়, আমাদের সবার জন্য, আইটি ইন্ড্রাস্ট্রির জন্য। ১৯৮১ সালে আপনারা যাত্রা শুরু করেছিলেন। এখন আপনার কাজ করছেন প্রায় ৫৬ দেশে। অবশেষে আপনার কলকাতায় ইনফোসিস ডেভালপমেন্ট খুলতে রাজি হলেন। আমাদের জন্য গর্বের মুহূর্ত। আপনাদের সমস্ত আধিকারিক, কর্মীদের অভিনন্দন জানাই'।


মঞ্চে ছিলেন শওকত মোল্লা।  ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে মুখ্যমন্ত্রীর বার্তা, 'আমরা একটা অনুরোধ আছে, দয়া করে দেখবেন। আমরা ওদের সর্বস্তরে সহযোগিতা করব।  এই এলাকাটি কলকাতা পুলিস ও বিধাননগর কমিশনারেটের লাগোয়া। সীমান্ত এলাকা, দু'জনের মধ্যে যেন ঠিকঠাক সমণ্বয় থাকে। দয়া করে দেখবেন, কোনও গণ্ডগোল যেন না হয়। তারা যেন শান্তি ও স্বচ্ছন্দে কাজ করতে পারে'।


মুখ্যমন্ত্রীর কথায়, 'এটা রাজারহাট-নিউটাউন এলাকা।  এখানে কত বিশ্ববিদ্য়ালয় রয়েছে। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়কে জমি দিয়েছিলাম। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ও আছে। এই এলাকাটা সত্যিই উন্নত। ২-১ কিমির মধ্যে লেদার হাব। সব লেদার ইন্ড্রাস্টি আসছে। ৫ লক্ষেরও বেশি মানুষ কাজ করছে। আরও ৫ লক্ষের কর্মসংস্থান হবে। আমি খুশি যে, আপনারা বলেছেন, চার হাজারেও বেশি লোক এখানে কাজ করবে। এটা খুব ভালো সিদ্ধান্ত'।


মুখ্যমন্ত্রী বলেন, 'যখন ক্ষমতা এসেছিলাম, তখন কোনও সুযোগ ছিল না। কিন্তু এখন...অবশ্যই আপানার বড় আইকন.. তাই আমি এখানে এসেছি। আমার কাছে গর্বের। কিন্তু অন্য কোম্পানিগুলিও, যেমন টিসিএস, কনজিনেন্ট, আইবিএম, এরিকসন, টেক মাহিন্দর, তাঁরাও আছে'।


আরও পড়ুন:  Bankura: সুদূর আমাজনের মাংসখেকো 'সূর্যশিশির' বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে কী ভাবে? কেন এই ভয়ংকর...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)