নিজস্ব প্রতিবেদন: করোনা কাঁটা কি এবার কলকাতায়? করোনা সন্দেহে বেলেঘাটা ID-তে ভর্তি এক মহিলা মেরিন পাইলট। দিনকয়েক আগে ছুটি কাটাতে কলম্বিয়া যান ওই মহিলা। দেশে ফেরার পর গতকাল কাজে যোগ দেন। বজবজ থেকে জাহাজ নিয়ে বেরোনোর সময় থার্মাল স্ক্রিনিং হয় তাঁর। শরীরের তাপমাত্রা বেশি ছিল। সেইসঙ্গে গলায় ইনফেকশন ও শ্বাসকষ্ট। প্রথমে পোর্টের চিকিত্সকরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করেন। সন্দেহ হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডিতে পাঠানো হয়। আপাতত সেখানেই ভর্তি তিনি। তাঁর নুমনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ততদিন আইসোলেশন ওয়ার্ডেই ভর্তি থাকবেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: করোনার কোপ ব্লাড ব্যাঙ্কেও! সংক্রমণের আশঙ্কায় রক্তদান শিবির বন্ধ করছে কলকাতা পুলিস


দুদিন আগেই রাজ্যের করোনা ত্রাস একধাপ বাড়িয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধা। সন্দেহ তিনি করোনা আক্রান্ত। দিন ১৫ আগেই বিদেশ থেকে ফিরেছেন তাঁর ছেলে। তবে আশার কথা এর আগে নমুনা পরীক্ষায় পাঠানো ৫৮ জনের দেহে রোগ সংক্রমণের কোনও লক্ষণ মেলেনি। করোনা সতর্কতায় কোনও ফাঁক রাখতে চাইছে না সরকার। রোগীর দেহের লক্ষণ অনুযায়ী বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। উল্লেখ্য, এইমুহূর্তে বেলেঘাটা আইডিতে ভর্তির সংখ্য়া ১৫। তাঁদের প্রত্য়েককেই করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়েছে।