নিজস্ব প্রতিবেদন: আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ব। তবে এরই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি থাকা ৪ জনকে ছেড়ে দেয়া হল ধাপে ধাপে পরীক্ষার পর। এদিন সকালেই ছেড়ে দেওয়া হয় পেরুর বাসিন্দাকে। তার নমুনা পরীক্ষা করে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। রিপোর্ট নেগেটিভ। তাই এদিন অর্থাৎ শনিবার সকালেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর দুপুরে কুয়েত ফেরত ৩ জনকে ছেড়ে দেওয়া হয়। অবশ্য তাঁদের কোনও পরীক্ষা-নিরীক্ষা করানো হয়নি। চিকিৎসকদের বক্তব্য, তাদের যে যে লক্ষণ রয়েছে তা নভেল করোনাভাইরাস আক্রান্তের লক্ষণ নয়। সেই বিষয়টা ২৪ঘণ্টা পর্যবেক্ষণে রেখে আজ তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য এদের মধ্যে ৯ মাসের একটি শিশুও রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জাঁকিয়ে বসছে করোনা আতঙ্ক, বিশ্বভারতীতে বন্ধ করে দেওয়া হল সমস্ত ক্লাস ও পরীক্ষা


করোনার ত্রাসে আপাতত কাঁপছে গোটা বিশ্ব। করোনা আতঙ্কের আঁচ পড়ছে সর্বত্রই। করোনার আতঙ্কে নিঝুমপুরী শহরের বিদেশি পাড়া সদর স্ট্রিট। বেশিরভাগ হোটেলই ফাঁকা। যে সমস্ত হোটেল বুকিং ছিল তাও হুহু করে বাতিল হচ্ছে।  ভিনদেশ থেকে আসা বহু পর্যটকই বেড়ানোয় কাটছাঁট করে ফিরে যাচ্ছেন বিদেশে। করোনা সতর্কতায় একত্রিশে মার্চ পর্যন্ত বন্ধ খড়গপুর আইআইটি। হস্টেল ছাড়ছেন পড়ুয়ারা। বন্ধ বিশ্বভারতীও। পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ শিবপুর আইআইইএসটিও। সীমান্তেও করোনা সতর্কতা। মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ১৮ স্থল সীমান্ত। বন্ধ হয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে বাস-ট্রেন। তার আগেই বাংলাদেশ থেকে কলকাতা স্টেশনে পৌঁছল মৈত্রী এক্সপ্রেস। স্টেশনেই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, থার্মাল স্ক্রিনিং চলে এ দিন। সবমিলিয়ে করোনার থাবা থেকে দেশ তথা বিশ্বকে বাঁচাতে মরিয়া সমস্ত দেশের প্রশাসন।