কমলাক্ষ ভট্টাচার্য: জি ২৪ ঘণ্টার খবরের জের। ১৬ ঘণ্টা পর অবশেষে কোভিড আক্রান্ত বৃদ্ধার দেহ সৎকারের ব্যবস্থা করল প্রশাসন। পরিবারের লোকেদের দাবি,  যখন বেঁচে ছিলেন, তখন অনেক চেষ্টা করেও হাসপাতালে বেড পাওয়া যায়নি , এমনকি ব্যবস্থা করা যায়নি অ্যাম্বুল্যান্সেরও। তুমুল আতঙ্ক গড়ফায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে ঝোড়া ব্যাটিং করছে করোনা। শুক্রবারের রিপোর্ট, নতুন করে সংক্রমণের কবলে পড়েছেন  ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। টিকা নিতে গিয়েও হয়রানির একশেষ! আতঙ্কের গ্রাসে বাংলা। এই যখন পরিস্থিতি, তখন মর্মান্তিক ঘটনা ঘটল খাস কলকাতায়।


গড়ফার হালতু যাদবপড় এলাকায় অপরিসর গলিতে তিনতলা বাড়ি। সেই বাড়িতেই থাকতেন সত্তরোর্ধ্ব সন্ধ্যা পাল।পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বুধবার করোনা পরীক্ষার পর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তারপর? পরিবারে লোকেদের দাবি, সন্ধ্যাকে হাসপাতালে ভর্তি করার জন্য কম চেষ্টা করেননি তাঁরা। কিন্তু বেড তো দূর অস্থ, একটি অ্যাম্বুল্যান্সও পাওয়া যায়নি। শেষপর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যা ৮ নাগাদ মারা যান ওই বৃদ্ধা। মৃত্যুর পর ৩ ঘণ্টা পর করোনা পজিটিভি রিপোর্ট আসে! এরপর এদিন দুপুর বারোটা পর্যন্ত দেহ পড়েছিল বাড়িতেই। প্রশাসনের তরফে সৎকারের কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।


আরও পড়ুন: Covid মোকাবিলায় রাজ্যের টাস্ক ফোর্স গঠন, শীর্ষে মুখ্যসচিব


এই খবর জি ২৪ ঘণ্টায় সম্প্রচারিত হওয়ার পর টনক নড়ে প্রশাসনের। পুরসভার গাড়ি পৌঁছয় মৃতার বাড়িতে। সৎকার জন্য নিয়ে যাওয়া হয় দেহ। প্রশাসনের উদাসীন আতঙ্ক আরও বেড়েছে স্থানীয় বাসিন্দাদের। ওই বৃদ্ধার পরিবারের আরও ৩ সদস্য করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।