নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ।  গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৭৩৩। গোটা রাজ্যে সক্রিয় করোনা রোগী বেড়ে পৌঁছে গিয়েছে ৭ হাজার ৬৯২। মৃত্যু হয়েছে ৪ জনের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে চলছে ভোটের সভা-সমাবেশ। আর এর মধ্যেই বেড়ে চলেছে করোনা। গত ৪৮ ঘণ্টায় প্রায় দ্বিগুণ বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। বুধবার করোনা আক্রান্ত ছিল ৯৮২। পরেরদিন তা পৌঁছল ১২৭৪-এ। আজ সেই সংখ্যা ১৭৩৩। রাজ্যে মোট আক্রান্ত ৫,৮৮,১৮৯ জন। 


কলকাতা ও উত্তর ২৪ পরগনা রয়েছে শীর্ষে। রাজ্যের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায়  করোনা আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। ৩৩১ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। 


এদিকে টিকাকরণও চলছে সমানতালে। শুক্রবার ৯২, ৩৬০ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত  টিকাকরণ করা হয়েছে ৫৩.৮৫ লক্ষ লোককে।


আরও পড়ুুন- West Bengal Election 2021: আক্রান্ত BJP প্রার্থী, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের