West Bengal Election 2021: আক্রান্ত BJP প্রার্থী, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক হালদারের (Dipak Haldar)।

Updated By: Apr 2, 2021, 11:57 PM IST
West Bengal Election 2021: আক্রান্ত BJP প্রার্থী, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিবেদন: প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালকার (Dipak Haldar)। ওই ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন (Election Commission)। 

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার হরিদেবপুরে বিজেপি প্রার্থী দীপক হালদারের (Dipak Haldar) উপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। জখম হন বিজেপির প্রার্থী-সহ আরও ৬ জন। বিজেপির অভিযোগ, প্রার্থীর সঙ্গে থাকা কর্মীদের মারধর করা হয়। ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা। অবরোধ তুলতে গেলে পুলিসের সঙ্গে হাতাহাতিও হয় তাঁদের। দীপক হালদার বলেন, হারার ভয়ে তৃণমূল আমাকে ও আমার কর্মীদের মারধর করেছে। ভোটে জবাব দেবেন মানুষ।' 

এই ঘটনায় নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ করেছে বিজেপি (BJP)। সেই অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। 

আরও পড়ুন- West Bengal Election 2021: ভোটগ্রহণের দিন সভা PM Modi-র, আইনি দিক খতিয়ে দেখছে কমিশন

          

.