নিজস্ব প্রতিবেদন: “সিএম মানে কাটমানি”-এমনই স্লোগান উঠল বিধানসভায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



‘কাটমানি’ ইস্যুতে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বাম-কংগ্রেস বিধায়করা। প্রত্যেকের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা, “CM মানে কাটমানি।” এদিন বিধানসভায় শিক্ষাতে কাটমানির কথা তোলেন বিধায়ক আলি ইমরান।  জাভেদ খান বলেন,  ফণির ক্ষয়ক্ষতির জন্যে  ৫৬৮ কোটি টাকা ক্ষতি হয়েছে ।  


ইন্টার্ন শিক্ষক নিয়োগ এখনও সেই তিমিরেই, বিধানসভায় সংশয় প্রকাশ শিক্ষামন্ত্রীর


বিরোধীরা প্রশ্ন তোলেন, নিচু তলার নেতারা ২৫ শতাংশ নিয়েছে। আর রাঘববোয়ালরা নিয়েছেন ৭৫ শতাংশ। শুধু ২৫ ফেরত দেওয়ার কথা বললে হবে না। ৭৫:২৫ অনুপাতেই কাটমানি ফেরত দিতে হবে।


বিরোধীদের হাতে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, “১ কোটি ৮৬ লক্ষ টাকায় ছবি বিক্রি, সেই কাটমানি কে ফেরত দেবে?”  কাটমানি নিয়ে সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিও তোলেন বিরোধীরা।