নিজস্ব প্রতিবেদন: অমিত শাহের সঙ্গে বৈঠকের আগে দিল্লির হিংসা নিয়ে বাংলা,হিন্দি ও ইংরেজিতে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও প্রশ্ন তুলেছেন, মানবতা কোথায়? কোথাও আবার তাঁর প্রশ্ন, গণতন্ত্র কি তবে শেষ? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় 'নরক' শিরোনামের কবিতায় মমতা লিখেছেন, 


কোথায় আছি? 
কোথায় চলেছি?
স্বর্গ পেরিয়ে নরকে! 
চলে গেল কত কত প্রাণ
ফিরবে না আর কোনদিন।


ঝরলো রক্ত,
পড়লো লাশ!
জ্বলছে ক্রোধের আগুন,
হোলির আগেই
রক্তের হোলি
মনুষ্যত্ব বড় করুণ!


ঠিকানার লড়াই
হারিয়ে যাচ্ছে
বন্দুকের নলের তুফানে দেশ,
শান্ত দেশ
অশান্ত হল-
গণতন্ত্র কি তবে শেষ?


কে দেবে এর উত্তর?
আর কি হবে সমাধান!
তুমি-আমি নীরব-বধির
নরক হল পীঠস্থান।।



ইংরেজিতে কবিতার নাম 'Hell'। হিন্দিতে 'নরক'। 




ভুবনেশ্বরে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে পূর্বাঞ্চলের ৫টি রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে পূর্ব নির্ধারিত এই বৈঠকে ওড়িশা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিম- এই ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন শাহ। ওই বৈঠকে থাকতে ভুবনেশ্বরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে গতকাল, মঙ্গলবার দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "যা চলছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কেন চলছে আমি জানি না। আমরা নজর রাখছি। আমি মনে করি, সবার শান্তি বজায় রাখা দরকার। আমাদের দেশ শান্তির দেশ। মানবতার দেশ। সবাইকে নিয়ে চলার দেশ। ধর্মনিরপেক্ষ দেশ। এখানে হিংসার কোনও স্থান নেই।" 


আরও পড়ুন- কী করছিলেন অমিত শাহ? দিল্লির হিংসায় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি সনিয়ার