কী করছিলেন অমিত শাহ? দিল্লির হিংসায় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি সনিয়ার

দিল্লির হিংসায় কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন সনিয়া। 

Updated By: Feb 26, 2020, 04:58 PM IST
কী করছিলেন অমিত শাহ? দিল্লির হিংসায় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি সনিয়ার

নিজস্ব প্রতিবেদন: দিল্লির হিংসায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ইস্তফা চাইলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধী। সাংবাদিক বৈঠকে প্রশ্ন করলেন, গত সপ্তাহ থেকে কী করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? চলতি সপ্তাহের শুরুতে কী করছিলেন? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখেও কেন আধা সেনা মোতায়েন হল না?  

দিল্লির হিংসায় কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন সনিয়া। বলেন,''দিল্লির হিংসার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। ওনার পদত্যাগ চাইছে কংগ্রেস।'' একইসঙ্গে অরবিন্দ কেজরীবালকেও নিশানা করেছেন সনিয়া। তাঁর কথায়, ''শান্তি ও সম্প্রীতি ফেরাতে মানুষের কাছে পৌঁছতে পারেনি প্রশাসন। এজন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও কেন্দ্রীয় সরকারকে যথাযথ পদক্ষেপ করেনি। এর পছিনে রয়েছে ষড়যন্ত্র। দিল্লিতে ভোটের সময় বিজেপি নেতাদের মন্তব্য ভয় ও ঘৃণার পরিবেশ তৈরি করেছিল।''   

 

 দিল্লি হিংসার ঘটনায় রাষ্ট্রপতির কাছে বুধবার স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছিল কংগ্রেস। কিন্তু রাষ্ট্রপতি আগামিকাল সময় দিয়েছেন। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন,''মিছিল করে রাষ্ট্রপতির কাছে আজ স্মারকলিপি দিতে চেয়েছিলাম। কিন্তু রাষ্ট্রপতি আগামিকাল সময় দিয়েছেন। ওনার পদমর্যাদাকে সম্মান দিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।''       

   

 

দিল্লিকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বলেন,''দিল্লিবাসীকে আবেদন করছি, হিংসায় জড়াবেন না। সতর্ক থাকুন। শান্তি বজায় রাখুন। উত্তরপ্রদেশে যদি হিংসা ছড়ায় আমাদের কর্মীদের শান্তি ধরে রাখার আহ্বান করছি।''

 

দিল্লিতে আধা সেনা ডাকার পরও থামছে না হিংসা। ৩৫ কোম্পানি থেকে আধা সেনা বাড়িয়ে করা হয়েছে ৪৫ কোম্পানি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪।

আরও পড়ুন- শান্তির বার্তা দিয়ে অশান্ত দিল্লি নিয়ে শেষমেশ মুখ খুললেন প্রধানমন্ত্রী

.