ওয়েব ডেস্ক: শহরে ফের ডেঙ্গির থাবা। মশাবাহিত রোগের প্রকোপে মৃত্যু হল সল্টলেকের একটি নামি স্কুলের দুই শিশুর। প্রথমজনের নাম বিবস্বান গুহঠাকুরতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রচণ্ড জ্বর নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সল্টলেকের বিডি ব্লকের বাসিন্দা ওই শিশু। তিরিশ তারিখ সকালে ভর্তি পরই ভেন্টিলেশনে দেওয়া হয় তাকে। শনিবার সকালে মৃত্যু হয় বিবস্বানের। ডেঙ্গি আফটার শকেই মৃত্যু, দাবি পরিবারের।


আরও পড়ুন- মারণ রোগ হেপাটাইটিস বি!


ওই স্কুলেরই ক্লাস ওয়ানের পূর্বিতা হাজরারও মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। সে দমদমের গোরাবাজারের বাসিন্দা। দুই পরিবারেরই দাবি, স্কুল থেকেই ছড়িয়েছে ডেঙ্গি। প্রতিবাদে ওই স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের।


আরও পড়ুন- কী ভাবে হেপাটাইটিস আক্রান্ত হয়েছিলেন বিগ বি