নিজস্ব প্রতিবেদন: ভয়ঙ্কর আগুনে দাউদাউ করে জ্বলে উঠল হাতিবাগানের ২টি দোকান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার রাত এগারোটা নাগাদ আগুন লেগে যায় হাতিবাগান মোড়ের একটি ফাস্ট ফুডের দোকানে। আগুনের তেজ এতটাই বেশি ছিল যে আগুনের শিখা তিনতলা বাড়ির সমান উঠে যায়। মাথার ওপরে থাকা বিদ্যুতের তারেও আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়েছে দমকলের ৪টি ইঞ্জিন।



আরও পড়ুন-কোভিড বুলেটিন : রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা আক্রান্তের গ্রাফ, বাড়ল মৃতের সংখ্যাও


হাতিবাগান টাউন স্কুলের কাছে একটি রোল-চাউমিনের দোকানে ওই আগুন লাগে। পরে তা পাশের একটি দোকানেও ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের দাবি, বাইরে থেকে দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। পরপর সিলিন্ডার ফাটার আওয়াজও পাওয়া যায়।


আরও পড়ুন-শুভেন্দু এলে রাজ্যে বিজেপির ক্ষমতা বাড়ত, না এলেও আমাদের শক্তি কমবে না: বিজয়বর্গীয়



যে জায়গায় আগুন লেগেছে তার কাছেই রয়েছে ঘন বসতিপূর্ণ এলাকা। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। দোকানের পাশেই চলছিল একটি বিয়েবাড়ি। সেখানকার লোকজনও আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনে ফেলেছে দমকলবাহিনী। দুটি দোকান পুড়ে যাওয়ার খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও নেই।