নিজস্ব প্রতিবেদন : টাকা খেলা চলছে সব জায়গায়। সরকারি টাকার লুঠ চলছে। এদিন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে এভাবেই চাঁছাছোলা ভাষায় তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিলীপ ঘোষ বলেন, " শিক্ষা দফতর টালমাাল করছে। অনেক কাজ শুরু হয়নি। ৪০৩৪টি স্কুলের পরিকাঠামো উন্নয়নর জন্য ৪০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। কেন্দ্রের কাছে টাকা ফেরৎ চলে যাচ্ছে। ৫৬০০ স্কুলে অনুমোদন দেওয়া সত্ত্বেও অনেক স্কুলে কম্পিউটার চালু হয়নি।"


রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকাদের অভাব নিয়েও তোপ দাগেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন, "প্রাথমিকে অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা আছেন। সেকেন্ডারি স্কুলে ৬,৬৭০  জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ ছাড়াই কাজ করছেন। সেকেন্ডারি স্কুলে ড্রপ আউট ২২ শতাংশ। যেখানে শিক্ষক দরকার, সেখানে নেই। অনেক স্কুল খালি পড়ে আছে।"


একইসঙ্গে তিনি আরও দাবি করেন, "অনলাইন ভর্তি থেকে শুরু করে সব জায়গায় টাকার খেলা চলছে। অনলাইন ভর্তি নিয়ে বিরাট টাকার খেলা হয়।"


আরও পড়ুন, আমেদাবাদ থেকে বিমানে একা ৮০ দিন পর বাড়ি ফিরল ৮ বছরের তানিয়া, ক্যামেরাবন্দি আবেগঘন মুহূর্ত