জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে এমনই মন্তব্য করেন নোবলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন।অর্থনীতিবিদ বলেন যে, তৃণমূল নেত্রীর দেশের প্রধানমন্ত্রী হওয়ার সব ক্ষমতাই রয়েছে। তবে দেখতে হবে তিনি বিজেপির বিরুদ্ধে তৈরি হওয়া আমজনতার ক্ষোভ নিজের দিকে টানতে পারেন কিনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, WB Primary SSC: তোলপাড় পর্ষদ, ভুয়ো কল লেটার নিয়ে ইন্টারভিউ দিতে এসে পাকড়াও চাকরিপ্রার্থী


নোবেলজয়ীর এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে চাপানউতোর তৈরি হয়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ''নিজের নিজের রাস্তা সাফ করছেন সবাই। প্রধানমন্ত্রী হতে গেলে সিট লাগে। পশ্চিমবঙ্গের বাইরে টাকার থলি নিয়ে ঘুরে ঘুরেও একজনকেও জেতাতে পারলেন না, পঞ্চায়েতেও জেতাতে পারলেন না। অমর্ত্য সেনকে জিজ্ঞাসা করা উচিত, যারা দিদির পাশে ছিলেন তাঁরা কেউই নেই। অমর্ত্য সেনদের পুরনো অভ্যাস মোদীকে সরিয়ে অন্য কাউকে বসাবেন। দিদিকে নিয়ে সেই স্বপ্নটা দেখছেন উনি।''


প্রসঙ্গত, আগামী লোকসভা নির্বাচন বিজেপির জন্য একেবারে বাধাহীন হবে বলে মনে করেন না অমর্ত্য সেন। তাঁর অভিমত, লোকসভা নির্বাচনে বিজেপির ঘোড়াই একমাত্র দৌড়বে, এমনটা হওয়ার সম্ভাবনা কম। আঞ্চলিক দলগুলির একটা বড় ভূমিকা থাকবে। বিজেপি নেতার বক্তব্য, উনি ভারতের থেকে অনেক দূরে থাকেন, হয়তো ভারতের খোঁজ রাখেন না।



আরও পড়ুন, 'কেন্দ্রের টাকায় রাজ্যের নেতাদের বাড়ি-গাড়ি-গয়না, জেলে ঢোকানো উচিত', মন্তব্য দিলীপের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)