অয়ন ঘোষাল: জনসংযোগ যাত্রায় নেমে আমজনতার সঙ্গে মিশে যাওয়ার কোনও সুযোগই ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কখনও সেলফি তুলতে আসা বালককে জড়িতে ধরছেন,কখনও কারও পোর্টালের ভিউ বাড়ানোর জন্য নিজের কথা বলছেন। কোথাও আবার কোতাও বিনা নোটিসে ঢুকে পড়ছেন সাধারণ মানুষের ঘরে। তাদের সঙ্গে মিশে যাচ্ছেন ঘরের ছেলের মতো। তবে একদিনে তিন থেকে চারটে সভা। ভাষণ দিতে দিতে গলা ভেঙেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এ দিন তা নিয়েই কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bengal Weather: বৃষ্টি-ঝোড়ো হাওয়ায় স্বস্তি শহরে! কতদিন এমন আরামদায়ক আবহাওয়া থাকবে?


বিজেপি নেতা দিলীপ ঘোষ কিছু কটাক্ষের সুরেই বলেন, 'আমি সারা উত্তরবঙ্গ ঘুরে এলাম। আমার গলাও ভাঙেনি। লুঠপাটও হয়নি। উনি দু'দিন ঘুরলেন, গলা ভেঙে গেল। সুখী লোক। আরামে রাজনীতি করেন। এসিতে থাকেন। মাঝেমাঝে বেরিয়ে শো-বাজি করতে হয়। হঠাৎ রোদে বেরোলে এরকম হয়। আমাদের দেখে অনুকরণ করছেন। মন্দিরে যাচ্ছেন। লোকের বাড়িতে খাচ্ছেন। লোকের বাড়ি গিয়ে সাজানো খাবার খাচ্ছেন। আমরা খেলে বলা হয় ফাইভ স্টার থেকে খাবার এসেছে। ওনার খাবার কোন স্টার থেকে এসেছে? মা চন্ডীর সামনে যেমন প্রসাদ দেয়, সেরকম ওনার সামনে খাবার সাজানো।'


অন্যদিকে, রায়গঞ্জের সভায় অভিষেক এদিন শুভেন্দু অধিকারীকে তীব্র খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,'ও তো তৃণমূলের লক্ষ্মী। বিজেপিতে এমনিতেই শনির দশ চলছিল। ও ঢোকাতে রাহু ও কেতু এই দুই দশও সম্মীলিত হয়েছে।'   এর পাল্টা দীলিপ বাবু বলেন, 'উনি লোকের কাছে যাচ্ছেন। সেখানে তুলকালাম হয়ে যাচ্ছে। আমাদের কাছে যারা এসেছেন, তারা লক্ষী তো বটেই। ওনারাই লক্ষীছাড়া হয়ে গেছেন।'


অভিষেকের কর্মসূচীতে পুলিসের প্রহরা নিয়েও তোপ দাগেন বিজেপি নেতা। দিলীপ ঘোষ বলেন, 'ওনার সভায় তো পুলিসই আছে। আর কে আছে? সাধারণ কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ঢোকার চেষ্টা করলে কি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আসলে উনি উত্তরবঙ্গে ওনার পার্টিটা আছে কিনা, দেখতে গেছেন।'



আরও পড়ুন, Jalpaiguri Ghost: সন্ধ্যা নামলেই কান্নার আওয়াজ! 'শাঁকচুন্নি'র ভয়ে সিঁটিয়ে গোটা গ্রাম....


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)