Dilip Ghosh: `বাংলায় নারীদের সম্মান সুরক্ষিত করতে হবে`, ভাইফোঁটায় `সংকল্পবার্তা` দিলীপের
``আমরা এটাই আশা করব বোনেরা যখন ফোঁটা দেবেন কমপক্ষে যারা ফোঁটা নেবেন তারা যেন সংকল্প করেন বোনেরা, মায়েরা যেন সমাজে সুরক্ষিত হন। এ দায়িত্ব আমরা যদি পালন করি তাহলে হবে। যদি সরকারের হাতে ছেড়ে দিই তাহলে বগটুই হবে।
প্রসেনজিৎ সর্দার: বৃহস্পতিবার ভাই ফোঁটা। ভাইদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে বোনেদের ফোঁটা। কিন্তু এই রাজ্যের নারীরা কতটা সুরক্ষিত? এ প্রসঙ্গে বার সওয়াল করলেন দিলীপ ঘোষ। এদিন সকালে তিনি বলেন, ''আমরা এটাই আশা করব বোনেরা যখন ফোঁটা দেবেন কমপক্ষে যারা ফোঁটা নেবেন তারা যেন সংকল্প করেন বোনেরা, মায়েরা যেন সমাজে সুরক্ষিত হন। এ দায়িত্ব আমরা যদি পালন করি তাহলে হবে। যদি সরকারের হাতে ছেড়ে দিই তাহলে বগটুই হবে। আমরা আশা করব আজকের দিনে এটাই আমাদের মাতৃসমাজ বা নারী সমাজের সম্মান সুরক্ষিত করার সংকল্প নেওয়া উচিত।''
এছাড়াও এনসিসি প্রশিক্ষণ বন্ধ হয়ে গেলে এখানে কি কেন্দ্র সরকারের অগ্নিবীর প্রকল্প তাহলে কি ব্যাহত হবে? সে বিষয়ে বিজেপি নেতার মন্তব্য, ''সেনা,আধা সেনা এতে যে নিয়োগ হয় সব NCC থেকে যায়। নাহলে সবাই NCC করেনা তার জন্য আলাদা সিস্টেম আছে। বহু বছর ধরে মনে হয়েছে সরকারের স্বাধীনতার পর থেকে আমাদের যুবকদের যুবতীদের দেশ প্রেম ও নিয়মাবর্তিতার প্রশিক্ষণ হওয়া উচিত। তাই কোটি কোটি টাকা খরচা করে স্কুল জীবন থেকে ডিসিপ্লিন আনার চেষ্টা হয় আর এটা বড় অভিযান হিসাবে চলছে । সেনা লোকেরা এসে প্রশিক্ষণ দেন সেই জন্য সারাদেশে এটা চলছে। বহু ছেলে মেয়ে উপকৃত হয়। তারা ছোটবেলা থেকে শৈশব থেকে এই ধরনের নিয়ে নিয়মানুবর্তিতার শিক্ষা পায়। তাই NCCর ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে তাদের পার্টির নেতাদের মত সবাই চরিত্রহীন আর চোর হোক তাহলে এখানে এনসিসি বন্ধ করে দেওয়া উচিত সেই জন্য বোধহয় করছে।''
তবে রাজ্য সরকার শিশু সংসদ চালু করছে স্কুলে স্কুলে। সেই সংসদে ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব থাকছে। চেয়ারম্যান থাকছে প্রধান শিক্ষক বা শিক্ষিকা। এই শিশু সংসদে ছাত্রছাত্রীদের যুক্ত করা কীভাবে দেখছেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্য, ''এরকম চেষ্টা অনেক হয়েছে। সিপিএমও চেষ্টা করেছিল কিশোর বাহিনী অনেক কিছু করে। আমাদের সমাজে যে ব্যবস্থা আছে তাতে সাধারণ মানুষ পারিবারিক সংস্কার পায়। এই ধরনের ফালতু রাজনীতির মধ্যে ছেলেমেয়েরা পড়বে না। আর রাজনৈতিক নেতারা চাইবে তার ছেলেমেয়েরা রাজনীতি করতে যাক। বরং চেষ্টা করে নিজের পার্টির মধ্যে সংস্কার নিয়ে আসুক নিয়ে নিজের নেতাদের সংস্কার করুক এই ধরনের অত্যাচার ব্যভিচার, ভ্রষ্টাচার থেকে তারা যেন মুক্ত থাকে এতে সমাজেরও ভালো হবে, পার্টিরও ভালো হবে।''
আরও পড়ুন, NCC Fund: এনসিসি-র টাকা আটকে দিয়েছে রাজ্য! বিরোধীদের তোপের মুখে পাল্টা চন্দ্রিমার