দেশের টাকা বরবাদ করছেন, ইরফান হাবিরের লেখা ইতিহাস কেউ পড়ে না : দিলীপ
`এখন তাঁদের ইতিহাস কেউ পড়ে না। সত্যি কথা বলতে কি তারপর ওনার কোনও ইতিহাস লেখাও নেই।`
নিজস্ব প্রতিবেদন : ইতিহাসবিদ ইরফান হাবিবকে এবার আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "ইরফান হাবিবের লেখা কেউ পড়েন না। সেভাবে ওনার লেখা কোনও ইতিহাস নেই। উনি দেশের টাকা বরবাদ করেছেন।" কান্নুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এদিন এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। রবিবার ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে বিজেপি শিক্ষক সেলের রাজ্য সম্মেলন ছিল। সেখানেই উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় সহ নেতৃত্ব।
দিলীপ বলেন, "ইরফান হাবিব যেটা করেছেন, এত বড় একজন ইতিহাসকার হয়ে ঠিক করেননি। এখন তাঁদের ইতিহাস কেউ পড়ে না। সত্যি কথা বলতে কি তারপর ওনার কোনও ইতিহাস লেখাও নেই। উনি দেশের টাকা বরবাদ করেছেন। তিনি ইতিহাসবিদ হয়ে যেভাবে বাধা দিচ্ছেন এটা কি তাঁর শোভা পায়? আসলে তাঁরা আজকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন। এটা আজকে বোঝা যাচ্ছে। তাঁর কাছ থেকে এমন অশোভনীয় আচরণ আমরা আশা করি না।"
প্রসঙ্গত, কান্নুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে ইরফান হাবিবের 'ধাক্কা' দেওয়ার অভিযোগকে ঘিরে তোলপাড় সব মহল। অভিযোগ, রাজ্যপাল আরিফ মহম্মদ খান নাগরিকত্ব আইনের স্বপক্ষে বলতে শুরু করলে মঞ্চে উপস্থিত ইতিহাসবিদ ইরফান হাবিব তার প্রতিবাদ করেন।
পরে রাজ্যপাল অভিযোগ করেন, হাবিব নাকি শুধু তাঁর বক্তৃতায় বাধা-ই দেননি, তাঁর এডিসি ও নিরাপত্তা আধিকারিককে ধাক্কাও মেরেছেন। পাল্টা অভিযোগও সামনে এসেছে। ঘটনার সময় মঞ্চের কাছে উপস্থিত সংগঠনের লোকজন ও শিক্ষকরা পাল্টা দাবি করেছেন, রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নিরাপত্তারক্ষীরাই হাবিবকে ঠেলে সরিয়ে দিয়েছেন।