পুলিস ‘সাম্প্রদায়িক মন্তব্য’ করলে শাস্তি হওয়া উচিত, কেন্দ্রীয় মন্ত্রী নাকভির মন্তব্যে অস্বস্তিতে যোগী প্রশাসন
যোগীর পুলিসের মুখে এমন মন্তব্যে জোর বিতর্ক তৈরি হয়। অস্বস্তিতে পড়ে উত্তর প্রদেশের বিজেপি। সামাল দিতে ময়দানে নামেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নাক্ভি
নিজস্ব প্রতিবেদন: যোগীর পুলিসের মুখে ‘সাম্প্রদায়িক’ মন্তব্য! যদি সত্যি হয়, তাহলে তাদের শাস্তি হওয়া উচিত বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাক্ভি। শনিবার এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মেরঠে মুসলিম এলাকায় ‘রায়ট গিয়ার’ পরে প্রবেশ করে পুলিস। সেখানে কয়েক মুসলিম ব্যক্তির উদ্দেশে পুলিসকে বলতে শোনা যায়, যারা কালো ও নীল ব্যাজ পরে রয়েছে, তাদের বলো পাকিস্তানে চলে যেতে।
যোগীর পুলিসের মুখে এমন মন্তব্যে জোর বিতর্ক তৈরি হয়। অস্বস্তিতে পড়ে উত্তর প্রদেশের বিজেপি। সামাল দিতে ময়দানে নামেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নাক্ভি। তিনি বলেন, এ ধরনের সাম্প্রদায়িক মন্তব্য পুলিস করে থাকলে, অবশ্যই শাস্তি পাওয়া উচিত। এই ভিডিয়ো সত্যি হলে তা নিন্দনীয়। তারপরই নাকভি বলেন, হিংসায় পুলিস কিংবা জনতা যেই যুক্ত থাকুক, তা গ্রহণযোগ্য নয়। এ ঘটনা গণতন্ত্রে কাম্য নয়। পুলিসের উচিত নির্দোষদের রক্ষা করা।
আরও পড়ুন- এই দেশে থাকতে হলে ভারত মাতা কি জয় বলতে হবে, হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর
উল্লেখ্য, শুক্রবার মেরঠে সংখ্যালঘু এলাকায় খানা তল্লাশি চালাতে যায় পুলিস। পুলিস অফিসার অখিলেশ নারায়ণ সিং ‘রায়ট গিয়ার’ পরে সেই এলাকায় প্রবেশ করেন। কয়েক জন মুসলিম ব্যক্তির সঙ্গে দেখা হতেই জিজ্ঞাসা করেন, কোথায় যাওয়া হচ্ছে? এখানে সব কিছু ঠিকঠাক করতে এসেছি। নমাজ পড়তে যাচ্ছেন বলে তাঁরা জানান। এরপরই অখিলেশ নারায়ণ সিং বলেন, সে ঠিক আছে। কিন্তু যারা কালো ও নীল ব্যাজ পরে রয়েছে, তাদের বলো পাকিস্তান চলে যেতে। অগত্যা তাঁরা বলতে বাধ্য হন, ঠিক আছে।