অঞ্জন রায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূলের আরও একটা উইকেট ফেলেছে বিজেপি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। সন্ধেয় রাজ্যে ফিরেছেন প্রাক্তন তৃণমূল নেতা। আর এদিনই কৈলাস বিজয়বর্গীয়র কলকাতার বাড়িতে বসেছে দলের নির্বাচনী বৈঠক। আর সেখানেই দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, আগে সামনা-সামনি লড়াই হতো, এখন পাশাপাশি করব।                  


তৃণমূলের আরও কয়েকজন নেতা বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির কথায়,''আমাদের সাংসদ সংখ্যা ২ থেকে বেড়ে হয়েছে ৪। আর বিধায়ক ৩ থেকে বেড়ে হয়েছে ৬ জন। লম্বা তালিকা আছে। আপনারা জানতে পারবেন''।   


মদন মিত্রকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, গণ্ডগোল চাইলে বাড়িতে থাকতে পারবেন না, বেরাতেও পারবেন না। 


আরও পড়ুন- বাপের বেটা হলে মমতার সামনে বলল না কেন? অর্জুনকে প্রশ্ন ফিরহাদের


এদিন নতুন যোগদানকারীদের নিয়ে নির্বাচনী রণনীতি নিয়ে আলোচনা চলে বিজয়বর্গীয়র বাড়িতে। শোনা যাচ্ছে, ১৬ মার্চ প্রথম তিনটি দফার আসনের তালিকা প্রকাশ করবে বিজেপি। এদিন সে নিয়েই আলোচনা হয়েছে বলে খবর। দিন কয়েক দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি বার্তা দিয়েছেন, নীতি-আদর্শ ওসব পরে ভাবা হবে। জেতার সম্ভাবনা থাকলেই তাঁকে প্রার্থী করা হবে।