নিজস্ব প্রতিবেদন: গত সপ্তাহে বিজেপির দিল্লির অফিসে দলবদল করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। মঙ্গলবার তাঁকে সংবর্ধনা জানানো হল রাজ্য দফতরে। কিন্তু তার আগে বিতর্ক পিছু ছাড়ল না বিজেপির। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়নি। আর তা নিয়ে গোঁসা হয় বৈশাখীর। পরে অবশ্য ভুল শুধরে নেয় বিজেপি। সাংবাদিক বৈঠকে এনিয়ে দিলীপ ঘোষ বলেন,'শোভন ও বৈশাখী তো ডাল-ভাত।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার রাজ্য দফতরে শোভন চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছিল বিজেপি। কিন্তু, আমন্ত্রণপত্রে নাম ছিল না বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। এরপরই বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনেন নেত্রী। তখন ভুল স্বীকার করে রাজ্য বিজেপি। তাঁর নাম অন্তর্ভূক্ত করা হয়। রাজ্য বিজেপি দফতরে দেরিতে ঢোকেন শোভন ও বৈশাখী। সাংবাদিক বৈঠকে ভুল স্বীকার করে দিলীপ ঘোষ রসিকতার ছলে বলেন, শোভন-বৈশাখী তো ডাল ভাত। 



দিলীপের রসিকতায় বেশ ক্ষুব্ধই হয়েছেন বৈশাখী। সেটা বুঝিয়ে বলেন,'আমি আমার নিজের শিক্ষায় শিক্ষিত কারও উপরে নির্ভর করে চলি না। ডাল হয়ে ভাতের সঙ্গে মিশতে রাজি নই।'


গতবছর ২০ নভেম্বর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। ২২ নভেম্বর ছাড়েন কলকাতা পুরসভার মেয়রের পদ। তারপর থেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। তাঁর বিজেপিতে যোগদান নিয়ে চলছিল জল্পনা। অবশেষে গত ১৪ অগাস্ট বিজেপিতে নাম লেখান শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন- পথ হারা নদী থেকে পারে উঠেছি, বিজেপির দফতরে এসে বললেন শোভন