পথ হারা নদী থেকে পারে উঠেছি, বিজেপির রাজ্য দফতরে এসে বললেন শোভন

 ভালো কর্মী হতে হবে, দিলীপ দা গাইড করবেন, বিজেপির রাজ্য দফতরে এসে বললেন শোভন চট্টোপাধ্যায়। 

Updated By: Aug 20, 2019, 06:26 PM IST
পথ হারা নদী থেকে পারে উঠেছি, বিজেপির রাজ্য দফতরে এসে বললেন শোভন

নিজস্ব প্রতিবেদন: ১৪ অগাস্ট দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্য দফতরে তাঁদের বরণ করে নিলেন দিলীপ ঘোষ। এরপর শোভনবাবু বলেন, 'পথ হারা নদী থেকে পারে উঠেছি।'  

গতবছর ২০ নভেম্বর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। ২২ নভেম্বর ছাড়েন কলকাতা পুরসভার মেয়রের পদ। তারপর থেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। তাঁর বিজেপিতে যোগদান নিয়ে চলছিল জল্পনা। অবশেষে লোকসভা ভোটের পর যোগ দিলেন। শোভনবাবুকে বিজেপিতে যোগদানের প্রস্তাব নিয়ে দিয়েছিলেন। সে কথা স্মরণ করে শোভন চট্টোপাধ্যায় বলেন, 'আপনার মধ্যে আন্তরিকতা দেখেছিলাম।' 

শোভন চট্টোপাধ্যায় আরও বলেন, '৪০ বছর ধরে রাজনীতিতে নানা জায়গায় দায়িত্ব সামলেছি। অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছিলাম। পদ হারানো নদী থেকে পাড়ে উঠেছিলাম। যন্ত্রণাময় পরিস্থিতিতে গত ৮ মাস দলীয় বা পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচিতে ছিলাম না। দিলীপ ও জয়প্রকাশ দা এসে বললেন, ক'দিন আর বাড়িতে বসে থাকবে।' 

শোভনের কথায়, 'বাংলায় বিভিন্ন এলাকায় বিরোধীদের উপরে সংগঠিত সন্ত্রাস বাম আমলেও হয়নি। আজ বাংলার মানুষ বদলের চিন্তা করছেন। সেটা প্রমাণ করে দিয়েছেন লোকসভা ভোটে। মানুষ ১৮ আসন দিয়েছেন বিজেপিকে। মানুষ সত্যিকারের ভোটাধিকার সবাই পেত, তাহলে নবান্নের গদি বিলীন হয়ে যেত। ৪০ শতাংশের বেশি মানুষ সমর্থন করেছেন।' কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের বক্তব্য, বাংলাকে আবার মুক্ত করার সময় এসেছে। ভালো কর্মী হতে হবে। দিলীপ দা গাইড করবেন।

আরও পড়ুন- কাউন্সিলরের উদ্যোগে পৌঁছল ডিম-মশলা, চুঁচুঁড়ার স্কুলে খাওয়ার আগে বদলাল মিড-ডে মিলের মেনু!

.