নিজস্ব প্রতিবেদন: বাংলাকে গুজরাট বানাতে দেওয়া যাবে না বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষের হুঙ্কার, জিতলে বাংলাকে গুজরাট বানাবো। বাংলার ছেলেদের আর গুজরাটে যেতে হবে না। এখানেই চাকরি করবে, এখানেই  ব্যবস্থা করবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'জয় শ্রী রাম' বিতর্কের পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাইরের সংস্কৃতি বাংলায় আনতে চাইছে বিজেপি। শ্রী রাম বিজেপির স্লোগান। বাংলাকে গুজরাট হতে দেবে না তৃণমূল। জয় শ্রী রামের পাল্টা দলীয় কর্মীদের জয় হিন্দ বা জয় বাংলা স্লোগান দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এদিন তার পাল্টা দিলেন দিলীপ ঘোষ। জানিয়ে দিলেন, ক্ষমতা আসলে বাংলাকে গুজরাট বানাবে বিজেপি।



বিজেপির রাজ্য সভাপতির ব্যাখ্যা, চ্যালেঞ্জ করছি, জিতলে বাংলাকে গুজরাট বানাবো। এখানকার ছেলেমেয়েরা গুজরাটে চাকরি করতে যায়। সেটা আর চাই না। এখানেই তাঁরা চাকরি করুন, ব্যবসা করুন। দিলীপের কটাক্ষ, গুজরাটে নির্বাচনের পর কান্নার রোল ওঠেনি। গুজরাটকে বাংলা বানাতে পারতে পারব না। 


দিলীপ ঘোষের হুঙ্কার, বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না। আমরাও চুড়ি পরে বসেই। দরকারে চুড়ি খুলে দেব ওনার। 


আরও পড়ুন- একটি সম্প্রদায়ের দুধ খান মমতা, তারা আইনের ঊর্ধ্বে, এনআরএস-কাণ্ডে বললেন দিলীপ