নিজস্ব প্রতিবেদন: নিউটাউন এনকাউন্টার কাণ্ডে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে পাক যোগ। আর এই ইস্যুতেই এবার রাজ্য সরকারে একহাত নিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, সন্ত্রাসবাদীদের নিশ্চিন্তের আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশ থেকে সন্ত্রাসবাসীরা এসে এখানে আশ্রয় নিচ্ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার আরও একবার রাজ্য সরকারকে নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এই সব জিনিস চাপা দিতে সরকার সঙ্গে সঙ্গে সিআইডি লাগিয়ে দেয়। সন্ত্রাসবাদীরা এখানে এসে ঘাঁটি তৈরি করে কারণ, জানে এখানকার পুলিস জানলেও কিছু করবে না। দেশদ্রোহী ও সন্ত্রাবাদীদের আশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।' এখানেই শেষ নয়, পাকিস্তান যোগ থাকায় কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে Newtown Encounter কাণ্ডের তদন্তের দাবিও জানান তিনি। 


আরও পড়ুন: Newtown Encounter-এর তদন্ত, গঠিত ৮-১০ সদস্যের বিশেষ ফরেনসিক দল


আরও পড়ুন: আজই দেখা করতে পারেন Mamata-র সঙ্গে, Mukul Roy-কে ঘিরে তুঙ্গে জল্পনা


কেবল দিলীপ ঘোষ নন, রাজ্য সভাপতির সুরেই বৃহস্পতিবার কথা বলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও। রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতিও দাবি করেন, নিউটাউন এনকাউন্টার কাণ্ডের তদন্ত ভার কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া উচিত। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলেও জানান তিনি।