নিজস্ব প্রতিবেদন: আক্রমণ, পাল্টা আক্রমণ। সকালে দিলীপ ঘোষ নিশানা করলেন তৃণমূলকে। তার পাল্টা 'পাইকারি দল' কটাক্ষে বিঁধলেন ফিরহাদ হাকিম। দুপুরে ফিরহাদকে দিলীপের জবাব,'আমরা হোলসেল করছি। ওদের রিটেল চলছে না।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার বিজেপিতে যোগ দেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। মন্ত্রিত্ব ছাড়ার পর শুভেন্দুকেও বার্তা দিয়েছেন বিজেপির নেতারা। এ দিন দিলীপ ঘোষ দাবি করেন, ''এক মাস পরে দেখবেন তৃণমূল পার্টি বলে কিছু থাকবে না''। তার পাল্টা 'পাইকারি দল' খোঁচা দিয়েছেন ফিরহাদ হাকিম। বলেছেন, ''ঝাল মুড়ির মত তৃণমূল থেকে নেওয়া লোককে নিয়ে পাইকারি দল বানাচ্ছে বিজেপি। বাংলায় কিছু করতে পারবে না। যে দলের কোনও নীতি আদর্শ নেই, সেই দলের উপরে মানুষ ভরসা করে না।''


ফিরহাদকে পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর খোঁচা,''এটা ঠিক আমরা হোলসেল করছি। ওদের রিটেল চলছে না। সব খদ্দের এখানে চলে আসছে। ওদের ভাবা উচিত।'' দিলীপ বলেন, ''উনি কবে পার্টি ছাড়বেন? এটা আগে জিজ্ঞেস করুন। সৌগত রায়ের নাম নিয়েছেন অর্জুন সিং। কতবার সাফাই দিয়েছেন উনি! যারা ছাড়ছেন আগে থেকে বলেন না। চলে গেলে তবেই ডেটটা জানা যায়। 


শুভেন্দু অধিকারী প্রসঙ্গে এ দিন দিলীপ ঘোষ জানান,''আমার যত দূর জানা আছে এখনও বিজেপির নাম উচ্চারণ করেননি উনি। এখনও টিএমসি ছাড়েননি। মন্ত্রিসভায় অদলবদল হয়, ইচ্ছা-অনিচ্ছা, ক্ষোভ-বিক্ষোভ আছে। যতক্ষণ না তৃণমূল ছাড়ছেন, ততক্ষণ বিজেপির ইন্টারেস্ট নেই। আগে উনি টিএমসি ছাড়ুন। বিজেপির ঝান্ডার তলায় কাজ করতে চাইলে তাঁর মতো বড় নেতাকে স্বাগত জানাব।''


 


আরও পড়ুন- শুভেন্দুর খাসতালুকে জনসভা মমতার, হাজির থাকবেন পূর্ব মেদিনীপুরের বিধায়করাও