নিজস্ব প্রতিবেদন:  রাতের শহরে বেপরোয়া বাইক ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিস। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানা এলাকার হাইল্যান্ড পার্কের সামনে সার্ভিস রোডে। আক্রান্ত হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ারও। বাইকের মত্ত এক আরোহী ওই সিভিক ভলেন্টিয়ারকে কামড়ে দিয়েছেন বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



শনিবার সার্ভিস রোডে টহল দিচ্ছিল পুলিস। সার্জেন্ট সত্যেন্দ্র কাঁওর এবং সিভিক পুলিশের কর্মীরা মোতায়েন ছিলেন সেখানে। সেই সময় দ্রুত গতিতে একটি বাইককে এগিয়ে আসতে দেখেন তাঁরা। ওই বাইকে চার জন ছিল তবে কারও মাথাতেই হেলমেট ছিল না। বাইক থামাতে বললে, তারা গতি আরও বাড়িয়ে দেয়। তাদের রাস্তা আটকাতেই বিপত্তি বাধে। দু’পক্ষের তর্কাতর্কি শুরু হয়। পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা।



মাঝরাতে জানলায় ধাক্কা ‘পুলিস’-এর, দরজা খুলতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা!


তখনই বিজয় ভৌমিক নামে এক সিভিক ভলেন্টিয়ারের হাতে কামড়ে দেয় এক বাইক আরোহী। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিস। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।