নিজস্ব প্রতিবেদন: আর কটা দিন। তারপরই বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোয়। প্রতিবারের মতো এবারও থিমের লড়াইয়ে নেমে পড়েছেন পুজোর উদ্যোক্তারা। সাধারণত পুজোর কয়েকদিন আগেই উন্মোচিত হয় থিম। তবে এবার আগেভাগেই চাউর করে দিল সন্তোষ মিত্র স্কোয়ার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা গড়তে খরচ পড়বে ১৭ কোটি টাকা। প্রতিমাশিল্পী মিন্টু পাল। কেন এত টাকা খরচ? উদ্যোক্তাদের দাবি, এবার সোনা দিয়ে তৈরি হবে তাদের প্রতিমা। সোনার পাত দিয়ে প্রতিমা গড়তে লাগছে ৫০-৬০ কিলো সোনা। সে কারণে খরচ পড়ছে ১৭ কোটি টাকা। এতদিন মায়ের মাথার মুকুট, হাতে বালা ইত্যাদি সোনার তৈরি হতো। কিন্তু আস্ত প্রতিমাই সোনার! এটা অভিনব বলে দাবি উদ্যোক্তাদের। 


শুধু প্রতিমাই নয়, থিমেও চমক দিতে চলেছেন বলে দাবি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তাদের। সোনার দুর্গার নিরাপত্তায় নিরাপত্তায় বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ প্রদীপ ঘোষ। 


আরও পড়ুন- রেলের অনুমতি ছাড়াই পানীয়জল বিক্রি, গ্রেফতার হলেন ১,৩৭১জন হকার