ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো
বিগ বাজেটের ভিড়ে পুজোয় আজও প্রাণ টানে বনেদি কলকাতা। বড় বড় থাম, দরদালান, চুনোট করা ধুতি, গিলে করা পঞ্জাবি। ভেঙে পড়া সামন্ততন্ত্রের ফিকে হয়ে আসা নস্টালজিক গন্ধ। বনেদি পুজোর আভিজাত্যই আলাদা। আর কলকাতায় বনেদি পুজোগুলির মধ্যে প্রথম সারিতেই ভবানীপুরের মল্লিকবাড়ির পুজো। সপ্তমীর সকালের দেবীর বোধন হল আরতিতে। পুজোর উপস্থিত বাড়ির দুই তারকা, রঞ্জিত মল্লিক ও রঞ্জিত কন্যা কোয়েল।
ওয়েব ডেস্ক: বিগ বাজেটের ভিড়ে পুজোয় আজও প্রাণ টানে বনেদি কলকাতা। বড় বড় থাম, দরদালান, চুনোট করা ধুতি, গিলে করা পঞ্জাবি। ভেঙে পড়া সামন্ততন্ত্রের ফিকে হয়ে আসা নস্টালজিক গন্ধ। বনেদি পুজোর আভিজাত্যই আলাদা। আর কলকাতায় বনেদি পুজোগুলির মধ্যে প্রথম সারিতেই ভবানীপুরের মল্লিকবাড়ির পুজো। সপ্তমীর সকালের দেবীর বোধন হল আরতিতে। পুজোর উপস্থিত বাড়ির দুই তারকা, রঞ্জিত মল্লিক ও রঞ্জিত কন্যা কোয়েল।
আরও পড়ুন- কলা বৌ স্নান পর্ব শেষ, মহাসপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়
ফি বছরের মতো এবারও শ্যুটিং-এর যাবতীয় ব্যস্ততা সরিয়ে এই দিনগুলোতে একেবারে বাড়ির মেয়ের ভূমিকায় চোখে পড়লেন কোয়েল। দূর-দূরান্ত থেকে পুজোকে কেন্দ্র করে জড়ো হয়েছেন মল্লিক বাড়ির আরও অনেক সদস্য-সদস্যাও।