Howrah: হাওড়া স্টেশনে টিকিট না কাটলে এবার `হাজিরা` দিতে হবে কোর্টে!
শহরের ব্য়স্ততম রেলস্টেশন হাওড়া। দিনভর লোকজনের আনাগোনা। কেউ হয়তো দূরপাল্লা ট্রেনে যাত্রী, তো কেউ আবার যাতায়াত করেন লোকাল ট্রেনের যাঁরা দূরে যাবেন, তাঁরা আগে থেকে ট্রেনের টিকিট কেটে রাখেন। কিন্তু শহরতলির যাত্রীদের একাংশ কিন্তু টিকিট কাটেন না। বিনা টিকিটেই ওঠে লোকাল ট্রেনে। মাঝে মাঝে ধরা পড়লেও, বেশির সময়েই পৌঁছে যান গন্তব্য়ে।
অয়ন ঘোষাল: কতই-বা আর ভাড়া! মাত্র ৫ টাকা কিংবা ১০ টাকা খরচ করলেই লোকাল ট্রেনে চেপে চলে যাওয়া যায় বহুদুর। কিন্তু তাও টিকিট কাটেন না অনেকেই। হাওড়া স্টেশনে এবার ক্যাম্প কোর্ট বসানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
আরও পড়ুন: Bangladesh Youth Missing: কলকাতায় চিকিৎসা করাতে এসে এবার নিখোঁজ বাংলাদেশের যুবক!
শহরের ব্য়স্ততম রেলস্টেশন হাওড়া। দিনভর লোকজনের আনাগোনা। কেউ হয়তো দূরপাল্লা ট্রেনে যাত্রী, তো কেউ আবার যাতায়াত করেন লোকাল ট্রেনের যাঁরা দূরে যাবেন, তাঁরা আগে থেকে ট্রেনের টিকিট কেটে রাখেন। কিন্তু শহরতলির যাত্রীদের একাংশ কিন্তু টিকিট কাটেন না। বিনা টিকিটেই ওঠে লোকাল ট্রেনে। মাঝে মাঝে ধরা পড়লেও, বেশির সময়েই পৌঁছে যান গন্তব্য়ে।
এদিকে আর্থিক ক্ষতির মুখে পড়ে রেল। জনসচেতনতামূলক প্রচারেও হুঁশ ফিরছে না যাত্রীরা! পূ্র্ব রেলের সিদ্ধান্ত, বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করতে রীতিমতো চিরুণি তল্লাশি চলবে হাওড়া স্টেশনের সমস্ত গেটেই। এরপর যাত্রীদের চিহ্নিত করে হাজির করানো হবে ক্যাম্পে কোর্টের বিচারকের সামনে! অপরাধের গুরুত্ব বুঝে ব্যবস্থা নেবেন তিনি।
আরও পড়ুন: Suvendu Adhikari: শ্য়ামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে জ্যোতি বসুকে 'স্মরণ' শুভেন্দুর!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)