সুতপা সেন: আশঙ্কা ছিলই। 'যেসব প্রার্থীরা পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নির্ভর করবে কলকাতা হাইকোর্টের রায়ের উপর'। সমস্ত জেলাশাসককে চিঠি দিয়ে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Abhishek Banerjee: বেঙ্গালুরুতে বিরোধীদের জোট বৈঠকে এবার মমতার সঙ্গী অভিষেকও


রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসা, মৃত্যু! ফল প্রকাশের আগেই যখন ৬০০ বুথে  পুননির্বাচন হল, তখন ফের হাইকোর্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই মামলার শুনানি হয়  বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে।


আদালতের পর্যবেক্ষণ, 'কমিশন যে ভূমিকা পালন করেছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না বা এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। আদালতকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য কোনও আধিকারিক নেই।  ৬৯৮ বুথে কীসের ভিত্তিতে পুনর্নির্বাচন হল তার ব্যখ্যা দিতে প্রস্তুত নয় কমিশন। আদালত এটা বুঝতে পারছে না কেন এত সতর্কতার পরেও গোলমাল ঠেকানো গেল না'।  ৬ হাজার বুথে অশান্তি কথা বলা হলেও মাত্র ৬০০ বুথে কেন পুনর্নির্বাচন? কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। পরবর্তী শুনানি সোমবার।


এদিকে মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ হয়ে দিয়েছে। সার্টিফিকেট পেয়েছেন গিয়েছেন জয়ী প্রার্থীরা। তাহলে? জেলাশাসকদের নির্দেশ, সার্টিফিকেট পেয়ে গেলেও, সেউ জয় কিন্তু খারিজ হয়ে যেতে পারে। হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কেন্দ্রে ফের গণনা বা পুনর্নির্বাচন হতে পারে সংশ্লিষ্ট কেন্দ্রে! বিষয়টি জানিয়ে দিতে হবে প্রার্থীরা।



আরও পড়ুন: Abhishek Banerjee: নন্দীগ্রামে 'আক্রান্ত' তৃণমূল, 'বিচারব্যবস্থার একাংশ'কে নিশানা অভিষেকের...


এদিকে যেদিন হাইকোর্টে পঞ্চায়েত মামলা শুনানি হয়, সেদিন শুভেন্দু অধিকারী বলেন,'আমার আশা, বেশ কয়েক হাজার বুথে নির্বাচন বাতিল করে, পুনর্নিবাচনের আদেশ মহামান্য উচ্চ আদালত দেবে'।


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)