পিয়ালি মিত্র: সাড়ে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্ব শেষ। জেরা মিটতেই আড়াই বছরের ছেলে কোলে সিজিও কমপ্লেক্সে থেকে হেঁটে বেরিয়ে এলেন রুজিরা বন্দ্যোপাধ্য়ায় (Rujira Banerjee)। কয়লাপাচার কান্ডে (Coal Smuggling) এদিন অভিষেকপত্নীকে জিজ্ঞাসাবাদ করে ইডি (ED)। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার কলকাতায় এসেই ইডি জেরা করে রুজিরাকে। ইডি সূত্রে খবর, তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জেরা করা হয়। এর পাশাপাশি অন্যান্য অভিযুক্তদের মোবাইল থেকে পাওয়া স্ক্রিনশট দেখিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয়, তিনি তাঁদের চেনেন কিনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকাল ১১টা বেজে ২০ মিনিটে ইডি দফতরে পৌঁছন রুজিরা। তাঁর সঙ্গে ছিল আড়াই বছরের ছোট্ট ছেলে। ছেলে কোলেই সিজিও কমপ্লেক্সে ঢোকেন রুজিরা। তারপর ছেলেকে কোলে বসিয়েই রুজিরা ইডির আধিকারিকদের প্রশ্নের মুখোমুখি হন বলে সূত্রের খবর। কারণ, ছেলে নাকি মাকে ছাড়া থাকতেই চাইছিল না। তাই আড়াই বছরের ছেলেকে কোলে নিয়েই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রুজিরা। প্রসঙ্গত, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে দিল্লিতে তলব করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দু-দুবার হাজিরা দিলেও, তখন হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্য়ায়। এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশে 'স্বস্তি' পান অভিষেক-রুজিরা। শীর্ষ আদালত কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেয় ইডিকে। এরপরই বুধবার, জিজ্ঞাসাবাদের ২৪ ঘণ্টা আগে ইডির তরফে নোটিস পাঠানো হয় রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে।


আদালতের নির্দেশ ছিল যাতে তদন্তকারীদের নিরাপত্তা কোনওভাবে বিঘ্নিত না হয়। আদালত এই মর্মে নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিস কমিশনারকেও। ফলে এদিন বিধাননগর পুলিসের সঙ্গে কলকাতা পুলিশসও ছিল সিজিওর বাইরে নিরাপত্তায়। জানা গিয়েছে, সন্ধ্যা ৮টার বিমানে দিল্লি ফিরে যাবেন ইডি অফিসাররা। কলকাতা পুলিসের তরফে AC DDI ইডি টিমকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাবেন। প্রসঙ্গত, অভিষেকপত্নীকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে কলকাতায় আসে ইডির 'স্পেশাল ফোর'। টিমে আছেন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার কপিল রাজ। তিনি-ই নেতৃত্ব দিচ্ছেন ইডি প্রতিনিধি দলকে।


আরও পড়ুন, Couple Suicide, Kolkata: লিভ-ইন নয় বিয়ে, বন্ধুদের ও মা-বোনকে 'সুইসাইড' এসএমএস, বাঁশদ্রোণী কান্ডে নাটকীয় মোড়


Kolkata Earthquake Special: ধূলিসাৎ হতে পারে ৭০% বাড়ি, ১ মিনিট ভূমিকম্পেই 'ধ্বংসস্তূপ' হতে পারে কলকাতা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)