Couple Suicide, Kolkata: লিভ-ইন নয় বিয়ে, বন্ধুদের ও মা-বোনকে 'সুইসাইড' এসএমএস, বাঁশদ্রোণী কান্ডে নাটকীয় মোড়
1/7
লিভ-ইন নয় বিয়ে
রণয় তেওয়ারি: বাঁশদ্রোণীতে যুগলের আত্মঘাতী হওয়ার ঘটনায় নাটকীয় মোড়। লিভ-ইন নয়, বিয়ে করেছিলেন ধর্মান্তরিত ঋষিকেশ পাল ও রিয়া সরকার। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন রিয়া সরকারের ঘনিষ্ঠ এক বান্ধবী। শুধু তাই নয়। তিনি আরও জানিয়েছেন, দিল্লি থেকে ফিরেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল দুজনে। এমনকি মৃত্যুর আগে বন্ধুদের এসএমএসও করে। এসএমএস-এ রিয়া লেখেন, "আমরা দুজন সুইসাইড করলাম। আমাদের সুইসাইডের জন্য কেউ দায়ি নয়। পারলে এসো মাটি দিতে।"
2/7
মা ও বোনকেও এসএমএস
photos
TRENDING NOW
3/7
দিল্লি থেকে ফিরেই আত্মহত্যার সিদ্ধান্ত
রিয়ার 'সবথেকে কাছের' বান্ধবী জি ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, ২০১৯-এর ডিসেম্বর মাস নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আসেন রিয়া। রেজিস্ট্রি বিয়ে করেছিল যুগল। ফ্ল্যাটে রিয়াকে নিয়ে প্রথমদিকে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ঋষিকেশ। পরে দুজনেরই মৃত্যু হয়। ওদিকে ঋষিকেশ ক্যান্সারের থার্ড স্টেজে থাকা সত্ত্বেও রিয়ার বাড়ি থেকে কেউ দেখতে আসেননি বলেও জানান তিনি।
4/7
চিকিৎসায় ২৫ লাখ টাকা ঋণ
5/7
ক্যান্সারে দিদিরও মৃত্যু
6/7
২০১৯ ডিসেম্বরে রেজিস্ট্রি ঋষিকেশ-রিয়ার
7/7
নিদারুণ আর্থিক কষ্টে যুগল
photos