নিজস্ব প্রতিবেদন: সিবিআই-এর পর এবার ইডি। সারদাকাণ্ডে ফের জেরার মুখে শিল্পী শুভাপ্রসন্ন। শুক্রবার সকালে তিনি ইডি দফতরে হাজিরা দেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সূত্রের খবর, সারদার সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি টিভি চ্যানেল বিক্রি নিয়ে সারদার সঙ্গে তাঁর ঠিক কী লেনদেন হয়েছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। তদন্তকারীরা শুভাপ্রসন্নর ব্যাঙ্ক ডিটেলস খতিয়ে দেখে জানতে পেরেছেন, সারদার অ্যাকাউন্ট থেকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিকবার টাকা লেনদেন হয়েছে। কেন ওই পরিমাণ টাকা লেনদেন হয়েছে, তা জানতে চাইছেন তদন্তকারীরা।


'দিদিকে বলো' কেমন লাগছে? মুখ্যমন্ত্রীকে ভিডিয়ো পাঠিয়ে জিতে নিন পুরস্কা


এর আগেই সারদাকাণ্ডে সিবিআই-এর জেরার সম্মুখীন হয়েছেন শুভাপ্রসন্ন।


প্রসঙ্গত, কিছুদিন আগেই সারদাকাণ্ডে বারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদীকে জেরা করেন তদন্তকারীরা। ইতিমধ্যেই সারদার কাছ থেকে চুক্তির ভিত্তিতে নেওয়া ২৯ লক্ষ টাকা ফেরত দিতে চেয়ে চিঠি দিয়েছেন সাংসদ শতাব্দী রায়।