পিয়ালি মিত্র: রেশন দুর্নীতিতে জমা পড়ল প্রথম চার্জশিট। সেখানেও বিস্ফোরক অভিযোগ ইডির। রেশন বন্টন দুর্নীতি থেকে ধান দুর্নীতির কান্ডারি জ্যোতিপ্রিয় মল্লিক। দুর্নীতির ছক তৈরি থেকে শুরু করে কালো টাকা সাদা করার ব্লু প্রিন্ট তো তৈরি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকি সাহায্যকারীদের সরকারি চাকরিও দিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র মল্লিক। চার্জশিটে এমনই দাবি ইডির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের পদের অব্যবহার কীভাবে করেছিলেন তৃণমূলের এই প্রভাবশালী নেতা তথা বর্তমান বন মন্ত্রী? দুর্নীতির সঙ্গে তিনি যে ওতোপ্রোতভাবে জড়িত চার্জশিটে তাঁর সেই ভূমিকার কথা উল্লেখ করেছে ইডি।


ED চার্জশীটে উল্লেখ


ইডি তাদের চার্জশিটে উল্লেখ করেছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বাকিবুর রহমান। দুর্নীতির পরিচালনার ক্ষেত্রে বাকিবুর সামনে থেকে কাজ করলেও পুরো ব্লুপ্রিন্ট তৈরী করেন জ্যোতিপ্রিয় মল্লিক।


এমনকী কিভাবে দুর্নীতির কালো টাকা সাদা করা হবে সেই পরিকল্পনাও ছিল জ্যোতিপ্রিয়র।


সেখানে আরও বলা হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী এই দুর্নীতির কালো টাকা সাদা করতে সামনে রাখা হয়েছে পরিবারের সদস্য ও জ্যোতিপ্রিয়র ভুয়ো কোম্পানির কর্মীদের।


আরও পড়ুন: Diamond Harbour Model For Old Age Pension: ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতার আবেদনে বিপুল সাড়া, পেরোতে পারে লাখের সীমা


তাঁদের নামে অ্যাকাউন্ট তৈরি করে টাকা কালো টাকা সাদা করার কাজে ব্যবহার করা হতো বলে জানানো হয়েছে।


যাদের নামে একাউন্ট খোলা হয়েছিলো তাঁদের সুবিধা পাইয়ে দিতে লাভের টাকা দেওয়ার পাশাপাশি সরকারি দফতরে চাকরি দেওয়ার তথ্য প্রমান পেয়েছে ED, এমনটাই উল্লেখ করা হয়েছে চার্জশিটে।


চার্জশিটে উল্লেখ করা হয়েছে বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসকে ব্যাবহার করা হয়েছিলো এই দুর্নীতিতে।


চার্জশিটে বলা হয়েছে তাকে ভুয়ো কোম্পানির ডিরেক্টর করার পাশাপাশি বন দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


আরও পড়ুন: Kolkata Police Constable Death: নাইট ডিউটি সেরে ফিরছিলেন, বেপরোয়া ট্রাকের বলি পুলিসকর্মী


ওই চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবর রহমান-সহ ১২ জন। মোট ১৬২ পাতার চার্জশিটে যোগ করা হয়েছে পিএমএলএ ধারাও। চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়েছে প্রচুর নথি ও হার্ড ডিস্ক। ওই চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছে ইডি। সেখানে বলা হয়েছে জ্যোতিপ্রিয়র হাত ধরে কমপক্ষে ৪৫০ কোটি টাকা তছরুপ হয়েছে। এমনটাই ইডি সূত্রে খবর।


কী বলছে তৃণমূল-বিজেপি


রেশন দুর্নীতিকাণ্ডে চার্জশিট নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দুর্নীতির বেশিরভাগ টাকা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। কিন্তু বারবার আমরা যে পয়েন্টির উপরে জোর দিচ্ছি সেটি হল টাকা জ্যোতিপ্রিয় মল্লিক তো একা টাকা খায়নি! কারণ তাঁর নেত্রী বলেছেন একা খাবে না। ভাগ করে খাও। এখন দেখতে হবে ভাগীদার কারা ছিলেন। মাথায় কারা রয়েছেন। বাকিবুর রহমান তো মোহরা। ওপরে কারা রয়েছে তাদের নামগুলে বেরিয়ে আসা উচিত।


চার্জশিট দেওয়ার পর সবব হয়েছে তৃণমূলও। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যখন কোনও এজেন্সি চার্জশিট জমা দেয় তখন বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য় সিদ্ধির জন্য তা করে। এইসব চার্জশিটকে ধ্রুব সত্য মনে করার কোনও কারণ নেই। কি নথি ওরা জমা দিয়েছে তা তো জানি না! তাই নথি মানেই বেআইনি তা ভেবে নেওয়ার কারণ দেখতে পারছি না। এখন দুর্নীতি যদি থাকে তাহলে তা চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা হবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)