শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: গোড়ায় গলদ! ২০১১-র পর রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে কতজনকে নিয়োগ? জানতে চায় ইডি। সব জেলার চেয়ারম্যানদের কাছে জরুরিভিত্তিতে তথ্য চেয়ে চিঠি দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব। সময়সীমা? ৪৮ ঘণ্টা। এদিকে আর্থিক দুর্নীতি রুখতে এবার ফিন্যান্স কমিটির গঠনের সিদ্ধান্ত নিল প্রাথমিক বোর্ড। শুধু তাই নয়,  এই কমিটির জন্য দু'জন বিশেষজ্ঞের নামও চাওয়া হল শিক্ষা দফতরের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। স্রেফ ২০১৭ সালের টেটের দ্বিতীয় মতালিকা বেআইনি ঘোষণা নয়, দুর্নীতি মামলায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশে তদন্ত করছে ইডি। বস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় যেদিন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেদিন প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি হয়। এরপর ২৫ জুলাই সিজি কমপ্লেক্সেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় মানিককে। শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকড়ে পৌছে চাইছেন তদন্তকারীরা।


কীভাবে? পর্ষদের তরফে জেলা চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠানো হয়েছে যে, ২০১১ সালের পর থেকে এখনও রাজ্যের প্রাথমিক শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছে, সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে ইডি। নির্দিষ্ট ফম্যার্টে ৪৮ ঘণ্টার মধ্য়ে নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য পাঠিয়ে দিতে হবে প্রাথমিক বোর্ডে।


চিঠিতে যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে
----------------
প্রার্থীর নাম
টেটে রোল নম্বর
নিয়োগের ক্যাটেগরি
প্রার্থীর ঠিকানা
বাবার নাম 
মোবাইল নম্বর
ইমেল আইডি
নিয়োগপ্রাপ্ত স্কুলের নাম
নিয়োগের বছর



এদিকে মানিক ভট্টচার্যের অপসারণের পর, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন গৌতম পাল। আর্থিক দুর্নীতি রুখতে এবার তৈরি করা হচ্ছে ফিন্যান্স কমিটি। পর্ষদের যাবতীয় আর্থিক কাজকর্ম পরিচালনা করবেন এই কমিটির সদস্যরা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ফিন্যান্স কমিটির বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। ৯ সেপ্টেম্বর প্রথম বৈঠক বসছেন পর্ষদের অ্যাডহক কমিটির সদস্যরা।


আরও পড়ুন: BJP on Central Agency: সিবিআই-ইডি নিয়ে এবার পাল্টা প্রচারে বিজেপিও! সিদ্ধান্ত 'বৈদিক' শিবিরে


অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য কোথায়? হন্যে হয়ে খুঁজছে ইডি। সিবিআই যখন লুক-আউট নোটিশ জারি করেছে, তখন বিধানসভায় এলেন নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক। এদিন বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও যোগ দেন মানিক।  স্বাভাবিক নিয়মে যাবতীয় কাজকর্ম সারলেন। কথা বললেন অন্য বিধায়কদের সঙ্গেও।  তদন্ত কি সঠিক পথে এগোচ্ছে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানিক ভট্টাচার্য বলেন, 'একশো ভাগ হচ্ছে। যখন যা সহযোগিতার প্রয়োজন হয়েছে, করেছি'। এর আগে, 'হারানো' মানিককে খুঁজে বের করে জি ২৪ ঘণ্টা। স্রেফ ফোনে কথা নয়, ভিডিয়ো কলেও দেখা দেন তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)