মৈত্রেয়ী ভট্টাচার্য: পুজো আছে, কিন্তু উৎসব নেই! গত বছরও যিনি ছিলেন, এবছর তিনি নেই। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়ে রেড রোডে কার্নিভালে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিল একডালিয়া এভারগ্রিন ক্লাব। নিয়ম মেনে একদশীতে বাজে কদমতলা ঘাটে অনাড়ম্বরভাবে প্রতিমা নিরঞ্জন করলেন ক্লাবের সদস্যরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৭২ থেকে ২০২১। টানা ৬ দশক বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিন ক্লাবের সভাপতি ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। স্রেফ সভাপতিই নন, ক্লাবের দুর্গাপুজোর সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। বস্তুত, একডালিয়ার পুজো আর সুব্রত মুখোপাধ্যায় সমার্থক হয়ে ওঠেছিলেন। সেই পথচলা এখন অতীত। ২০২১ সালে কালীপুজোর দিন প্রয়াত হন রাজ্যের তৎকালীন পঞ্চায়েতমন্ত্রী।


আরও পড়ুন: Mal River Flash Flood: জলপাইগুড়িতে বাতিল কার্নিভাল; জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব নবান্নের


বছর ঘোরেনি এখনও। সুব্রত মুখোপাধ্যায়কে ছাড়াই এবার পুজো হল একডালিয়ায়। কিন্তু উৎসব থেকে দুরে থাকলেন ক্লাব সদস্যরা। পুজোর প্রাণপুরুষ 'সুব্রতদা'র মৃত্যুতে কালা অশৌচ পালন করছেন সকলেই। ১ সেপ্টেম্বর পুজোর ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনে কলকাতায় যে শোভাযাত্রা হয়েছিল, সেই শোভাযাত্রা থেকেও দূরে ছিল একডালিয়া। রেড রোডের কার্নিভালেও থাকবে না তারা। মুখ্যসচিবকে চিঠি সেকথা জানিয়ে দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।


এবছর ৮০ বছর পড়ল একডালিয়া এভারগ্রিনের পুজো। কার্নিভালের আগে একাদশীর দিন প্রতিমা নিরঞ্জন হত। সেই রীতি মেনেই এদিন শোভাযাত্রা ছাড়াই প্রতিমা নিরঞ্জন করলেন ক্লাবের সদস্যরা। ক্লাবের কোষাধ্যক্ষ স্বপন মহাপাত্র বললেন, 'সুব্রতদার ফোনটা আজ খুব মিস করব। পুজোটা এবার আমাদের পুজোর মতো নেই। ক্লাবের প্রায় কোনও সদস্যই পুজোয় নতুন জামা কেনেননি। আমাদের কাছে এবার দুর্গাপুজোটা উৎসব নয়। কার্নিভালে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।


এর আগে, একডালিয়া এভারগ্রিনের পুজোর উদ্বোধন করতে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, 'সুব্রতদার একটু চেস্টের সমস্যা ছিল। একবার খুব ঘরঘর করছিল। ববি বলেছিল, আপনার তো শরীর খারাপ দেখছি। হাসপাতালে ভর্তি হন। তখন সুব্রতদা বলেছিল, না রে মেনে নিতে পারছি না। এর থেকে আমাকে দুটো বন্দুকের গুলি দে। একটা নিজেকে মারব আর অন্যটা আমাকে যারা অপমান করেছে তাদের মারব। মানুষটা চলে গিয়েছে। কথাগুলো হয়তো রয়ে যাবে'। ২০২১ সালে নারদকাণ্ডে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষপর্যন্ত জামিন পেয়েছিলেন তিনি।


আরও পড়ুন: CPM Book Stall: পুজোয় সিপিএমের স্টলে বইয়ের চাহিদা তুঙ্গে, ৪ দিনে রেকর্ড বিক্রি যাদবপুরে


মাল নদীতে হড়পা বানে বিপর্যয়। প্রতিমা বিসর্জন করতে গিয়ে প্রাণ গিয়েছে শিশু-সহ ৮ জনের। জলপাইগুড়িতে এবার পুজো কার্নিভাল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। কার্নিভালে অংশ নিতে রাজি নয় জেলার বেশিরভাগ বড় পুজো কমিটিই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)