নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হয়ে ১৪ দিন আইসোলেশনে থাকার পর আজ বেলেঘাটা আইডি হাসপাতালে সিবিআই-এর কাছে হাজিরা দিলেন গরুপাচার কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এনামুল। সত্যিই তার কোভিড পজিটিভ ছিল কিনা, এই মূহুর্তে তার শারীরিক অবস্থা কি? এগুলি খতিয়ে দেখতেই সরাসরি তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে তলব করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  মোদী-মমতা ভার্চুয়াল বৈঠক শুরু, বাঁকুড়া সার্কিট হাউস থেকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী


তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি করোনা আক্রান্ত বলে সিবিআই হাজিরা এড়িয়ে যান। তাই আইসোলেশনের মেয়াদ শেষ হওয়া মাত্রই তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। আজ ফের তাঁর কোভিড পরীক্ষা করা হচ্ছে। রিপোর্টের ওপরেই নির্ভর করছে এনামুলের গ্রেফতারি। নেগেটিভ রিপোর্ট এলেই তাঁকে গ্রেফতার করা হবে। ততক্ষণ পর্যন্ত এনামুলের ওপর নজরদারি চালাবে সিবিআই