নিজস্ব প্রতিবেদন: মুর্শিদাবাদ বিস্ফোরণকাণ্ডে কারও নাম করেননি। তবে রাজনৈতিক কারণে যে জাকির হোসেনকে খুনের ছক কষা হয়েছিল, সেই ইঙ্গিত পৈলানের সভায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। স্টেশনে কেন পর্যাপ্ত আলো ছিল না, তুলেছেন প্রশ্ন। মমতার এহেন অভিযোগের প্রেক্ষিতে Zee ২৪ ঘণ্টার ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে Exclusive সাক্ষাৎকারে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেন, 'এখানে মন্ত্রীও নিরাপদ নন। এটাই তো বাংলার অপশাসনের প্রমাণ।'   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুর্শিদাবাদ বিস্ফোরণকাণ্ডের তদন্তে এডিজি সিআইডি অনুজ শর্মা নেতৃত্বে সিট গঠন করেছে রাজ্য সরকার। পৈলানে দলীয় কর্মিসভায় মমতা এ দিন বলেন, জাকিরকে খুন করে সরিয়ে দেওয়ার লক্ষ্য ছিল। যারাই করে থাকুক, আমি মনে করি, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কেন রেলস্টেশনে আলো ছিল না? ঘটনার পর রেল কর্তৃপক্ষের দেখা মেলেনি?' Zee ২৪ ঘণ্টাকে কৈলাস (Kailash Vijayvargiya) বলেন, 'চ্যালেঞ্জ করছি মমতা'জিকে। সিবিআই বা এএনআই তদন্তের নির্দেশ দিন। এনআইএ তো কেন্দ্র পাঠাবেই। সিবিআই তদন্তের অনুমতি দিতে হয় রাজ্যকে। এখানে মন্ত্রীরাও নিরাপদ নন, এটাই দেখিয়ে দিল রাজ্যে অরাজকতার পরিস্থিতি।' 


দক্ষিণ ২৪ পরগনায় ৩১টি আসনই তৃণমূল কংগ্রেস পাবে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ দিন দলকে মমতা (Mamata Banerjee) বার্তা দিয়েছেন,'এই জেলায় ষড়যন্ত্র করছে বিজেপি। সতর্ক থাকতে হবে।' এনিয়ে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের প্রতিক্রিয়া,'আপনি নিজেই দেখতে পারছেন, পরিবর্তনযাত্রায় স্থানীয়রা ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। ৩ ঘণ্টা পরে এসেছি, তাও ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন। পরিবর্তন রথ যত এগোচ্ছে, বাংলায় পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষই বাংলায় বদলের দায়িত্ব দিয়েছে বিজেপিকে। আগামী ভোটে পরিবর্তন হবেই। সরকারে আসছে বিজেপি।' 


'আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করুন, তারপর দিদি।' এ দিন অমিত শাহেক সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেনিয়ে কৈলাস (Kailash Vijayvargiya) বলেন,'অপশাসনের বিরুদ্ধে লড়াই করছেন বাংলার সাধারণ মানুষ। জনতাই দায়িত্ব দিয়েছে বিজেপিকে। এই স্বতঃস্ফূর্ত জনসমুদ্রই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। লোক আনতে জেলাশাসক ও এসপি-কে লাগে মমতার। বিজেপির কর্মসূচিতে যে উৎসাহ ও আবেগ দেখা যায়, তা অন্য কোথাও পাবেন না।'


আরও পড়ুন- ১৮য় করতে দেয়নি, ১৯এ লুঠ করেছে, এবার দক্ষিণ ২৪ পরগনার সব আসনেই BJP জিতবে : Exclusive Suvendu