১৮য় করতে দেয়নি, ১৯এ লুঠ করেছে, এবার দক্ষিণ ২৪ পরগনার সব আসনেই BJP জিতবে : Exclusive Suvendu

"অমিতজিকে আমরা বলেছি যে ভোটটা করান, ভোটটা করিয়ে দিন।"

Reported By: মৌপিয়া নন্দী | Updated By: Feb 18, 2021, 08:35 PM IST
১৮য় করতে দেয়নি, ১৯এ লুঠ করেছে, এবার দক্ষিণ ২৪ পরগনার সব আসনেই BJP জিতবে : Exclusive Suvendu

মৌপিয়া নন্দী, ডেপুটি এডিটর : মানুষ এবার পরিবর্তন চাইছে। বাংলায় দমবন্ধকর পরিস্থিতি। এর থেকে মুক্তি চাইছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সবকটি বিধানসভা আসনেই এবার ভোটে বিজেপি জিতবে। Zee ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন কাকদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার (Poriborton Yatra) সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রথে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও।  Zee ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সাফ বলেন, "দক্ষিণ ২৪ পরগনার সব আসনে বিজেপি (BJP) জিতবে। মানুষ পরিবর্তন চাইছে। দমবন্ধ করা অবস্থা থেকে মুক্তি চাইছে। অমিতজিকে আমরা বলেছি যে ভোটটা করান, ভোটটা করিয়ে দিন। এখানে তোলাবাজ ভাইপোরাজ খতম... খতম।"

অন্যদিকে এদিনই পৈলানে কর্মীসভায় যোগ দেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে সরাসরি অমিত শাহের (Amit Shah) উদ্দেশে চ্যালেঞ্জ জানান মমতা। বলেন, "আগে ভাতিজার বিরুদ্ধে লড়ুন, তারপর আমার বিরুদ্ধে লড়বেন।" যার প্রতিক্রিয়ায় শুভেন্দুর সংক্ষিপ্ত জবাব, "ভোটেই প্রমাণ হয়ে যাবে।" তোপ দাগেন, "১৮-তে পঞ্চায়েত ভোট করতে দেয়নি। ১৯-এ লোকসভা ভোটে লুঠ করেছে। কিন্তু এবার ফলেই প্রমাণ পাবেন।"

এর পাশাপাশি, মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনাতেও সাক্ষাৎকারে রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, "জাকির হোসেনের উপরে হামলা রাজ্য সরকারের ব্যর্থতা। রাজ্যের পুলিসমন্ত্রী মুখ্যমন্ত্রী, তিনি নিজের মন্ত্রীকে নিরাপত্তা দিতে পারছেন না। এর থেকে খারাপ অবস্থা হতে পারে না।" উল্লেখ্য, বুধবার রাতে কলকাতায় রওনা দেওয়ার উদ্দেশে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে আসেন জাকির হোসেন। সেইসময়ই মন্ত্রীকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন মন্ত্রী। 

এখন রেল কেন্দ্রীয় সম্পত্তি। পৈলানের সভায় রেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। যদিও এপ্রসঙ্গে শুভেন্দু অধিকারীর সাফ জবাব, "রেল স্টেশনে হলেই বা কি? অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য সরকারের। রেল স্টেশনে বোমাটা নিয়ে গেল কার উপর দিয়ে? রাজ্য সরকারের উপর দিয়ে। গাফিলতিটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেটাও রাজ্য সরকারের তরফেই হয়েছে। এভাবে দায়িত্ব এড়ানো যায় না। উনি একজন অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ পুলিসমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ এবার প্রকৃত পরিবর্তন চায়।"

আরও পড়ুন, সরকারে এসেই সব সরকারি কর্মীর জন্য সপ্তম বেতন কমিশন, সাগরে ঘোষণা শাহের

'প্রণবানন্দজির সঙ্গে গভীর যোগ শ্যামাপ্রসাদ মুখার্জির', ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে উল্লেখ শাহের

.