শ্রীজাতর বিতর্কিত `অভিশাপ` কবিতাটি ফেসবুক থেকে সরিয়ে নিল কর্তৃপক্ষ
শ্রীজাতর বিতর্কিত `অভিশাপ` কবিতাটি ফেসবুক থেকে সরিয়ে নিল কর্তৃপক্ষ। কবিতাটি পোস্ট করার পর থেকেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। প্রায় ১৩ হাজার কমেন্ট পড়ে। যাঁর মধ্যে ৯৯ শতাংশই কটূক্তি ও অশ্লীল, অবমাননাকর।
ওয়েব ডেস্ক : শ্রীজাতর বিতর্কিত "অভিশাপ" কবিতাটি ফেসবুক থেকে সরিয়ে নিল কর্তৃপক্ষ। কবিতাটি পোস্ট করার পর থেকেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। প্রায় ১৩ হাজার কমেন্ট পড়ে। যাঁর মধ্যে ৯৯ শতাংশই কটূক্তি ও অশ্লীল, অবমাননাকর।
এমনকী কবিকে সরাসরি হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। তাই বাধ্য হয়েই ফেসবুক কর্তৃপক্ষ পোস্টটি সরিয়েছে বলে জানিয়েছেন কবি শ্রীজাত। এর আগেও বাংলাদেশে ব্লগার খুন নিয়ে কবিতা লিখে সাসপেন্ড থাকতে হয়েছিল, বলে দাবি করেছেন শ্রীজাত।
আরও পড়ুন, "শ্রীজাতর কিছু হবে না", 'প্রতিবাদী কবি'র পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়