`নকল` ১০০ টাকার নোট! বেরল এটিএম থেকে
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিককালে ১০০ টাকার নোট জাল হওয়ার ঘটনা ঘটেনি।
নিজস্ব প্রতিবেদন : এটিএম থেকে বেরল 'নকল' ১০০ টাকার নোট। তা ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে শেকসপিয়র সরণির একটি এটিএম-এ।
৩৭, শেকসপিয়র সরণিতে কারুর বৈশ্য ব্যাঙ্কের এটিএমে বৃহস্পতিবার সকালে টাকা তুলতে যান সুনীতা সিং নামে এক মহিলা। ওই এটিএম থেকে ৩,০০০ টাকা তোলেন তিনি।
আরও পড়ুন, গ্রাহকের অজান্তেই খুলল নতুন অ্যাকাউন্ট, চলল লাখ টাকার লেনদেন!
সুনীতা জানিয়েছেন, ৩,০০০ টাকার মধ্যে একটি ২,০০০ টাকার নোট ছিল। বাকি ১,০০০ টাকা বেরয় ১০০ টাকার নোটে। স্বাভাবিকভাবেই এটিএম থেকে ১০টি ১০০ টাকার নোট পান সুনীতা।
অভিযোগ, ওই ১০টি ১০০ টাকার নোটের মধ্যেই একটি নোট দেখে সন্দেহ হয় তাঁর। দেখা যায়, নোটটির নীচের অংশে নকশা প্রায় কেটে বেরিয়ে গেছে। নোটটি 'নকল' বলে দাবি সুনীতা সিংয়ের।
আরও পড়ুন, মিথ্যে গল্প বলে এক সন্তানের মাকে জোর করে বিয়ে, ফাঁস ব্যাঙ্ক ম্যানেজারের কীর্তি
এই ঘটনায় ইতিমধ্যেই শেকসপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুনীতা সিং। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিককালে ১০০ টাকার নোট জাল হওয়ার ঘটনা ঘটেনি। ফলে এই নোটটি যদি সত্যিই জাল হয়ে থাকে, তবে ভাবনার বিষয়।