নিজস্ব প্রতিবেদন: ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ। চৌবাগা এলাকা থেকে গ্রেফতার ১২ জন। গ্রেফতার করল কলকাতা পুলিসের গোয়েন্দা শাখা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভুয়ো আইএএস দেবা়্জন দেবের কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই অত্যন্ত সজাগ কলকাতা পুলিস। এরপর থেকেই একের পর এক প্রতারণার ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ জুলাই রাতে তিলজলা থানার অন্তর্গত চৌবাগা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালান কলকাতা পুলিসের গোয়ান্দা শাখার অফিসাররা। ওই ফ্ল্যাট ঢুকে দেখতে পান, সেখানে রমরমিয়ে চলছে ভুয়ো কলসেন্টার। কাজ করছেন ১২ জন। তাদের গ্রেফতার করে পুলিস।


আরও পড়ুন: অভাবের জেরে চরমে হতাশা, ঢাকুরিয়ায় বাসের মধ্যে থেকে উদ্ধার চালকের ঝুলন্ত দেহ


আরও পড়ুন: ফের শহরে সরকারি আধিকারিক পরিচয়ে ৩৫ লক্ষ টাকার প্রতারণা, ধৃত ৪


ধৃতদের নাম ইমরোজ খান, মহম্মদ দিলবার আনিস, মহম্মদ সোহেল, পিটার বাহাদুর, মহম্মদ রিজওয়ান, মহম্মদ সোহেল খান, হুজাইফ হোসেন, আকাশলাল রজক, মহম্মদ ইয়াসিন, মহম্মদ সমীর, যোগেশ লাল এবং শশী গুপ্তা। ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি ল্যাপটপ, একটি সিপিইউ, তিনটি হার্ডডিস্ক, দুটি ওয়াইফাই রাউটার, একটি সিইএসই বিল এবং বহু নথি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য-প্রযুক্তি আইনে অভিয়োগ দায়ের হয়েছে।