উর্দি পরেই ৫ `সেনা অফিসারের` মিথ্যে চাকরির প্রতিশ্রুতি! পর্দা ফাঁস প্রতারণা চক্রের
ভারতীয় সেনার ভুয়ো পরিচয়পত্র ছাড়াও রয়েছে ভুয়ো ফর্ম ও অন্যান্য কাগজপত্র।
নিজস্ব প্রতিবেদন : সেনা অফিসারের 'ভেক' ধরে সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা। এমন ৫ ভুয়ো সেনা অফিসারকে গ্রেফতার করল কলকাতা পুলিস। বারাণসী থেকে এসেছিল চক্রটি।
পুলিস সূত্রে খবর, ধৃতরা সেনায় চাকরি দেওয়ার নামে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলত চাকরিপ্রার্থীদের। সেনার উর্দি পরে সেনা অফিসারের 'ভেক' ধরত। সুচারুভাবে প্রতারণার ছক কষেছিল ধৃতরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নামে কলকাতা পুলিস। ফাঁদ পেতে পিয়ারলেস ইন হোটেলের সামনে থেকে ও অন্যান্য জায়গা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিস।
ধৃতদের নাম শিবম পান্ডে, রোহিত কুমার গুপ্তা, জিতেন্দ্র কুমার, অভিষেক কুমার গৌতম, উমা কান্তি যাদব। ধৃতদের প্রত্যেকের বাড়ি-ই উত্তরপ্রদেশে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ভুয়ো নথিপত্রও বাজেয়াপ্ত করেছে পুলিস। যারমধ্যে ভারতীয় সেনার ভুয়ো পরিচয়পত্র ছাড়াও রয়েছে ভুয়ো ফর্ম ও অন্যান্য কাগজপত্র। এই ঘটনায় নিউ মার্কেট থানার অধীনে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন, যানজট কাটাতে নতুন উপায়, বদলে যাচ্ছে ট্রাফিক ব্যবস্থা
২০৩৬-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক: Kunal Ghosh